মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) কে নিয়ে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক কটুক্তি এবং বিজেপির সংসদ নিতেশ নারায়ণ রানের সমর্থনের প্রতিবাদে সর্বোচ্চ বিচারের দাবীতে রাজবাড়ী জেলা ইমাম কমিটির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৪ই অক্টোবর জুম্মার নামাজ শেষে বিভিন্ন মসজিদের মুসল্লিরা মিছিল নিয়ে শহরের ঐতিহাসিক আজাদী ময়দানে একত্রিত হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা ইমাম কমিটির সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা ইলিয়াস মোল্লার সভাপতিত্বে জেলা ইমাম কমিটির সাবেক সভাপতি ভান্ডারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির, জেলা ইমাম কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোফাজ্জেল হোসেন আব্বাসী, দুধ বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুজার, রাজবাড়ী জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এইচ.এম হাসিবুর রহমান ও তূর্যসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, ভারতের পুরোহিত ধর্মীয় অনুভূতিতে কটুক্তি করে যে কথা বলেছেন সেটা মুসলমান কিছুতেই সহ্য করতে পারে না। কোন বাঁধা মানবো না। যে কোন পরিস্থিতিতে কোরআনের ইজ্জত রক্ষার্থে যেকোন ত্যাগ শিকার করতে আমরা প্রস্তুত। ভারতের সরকারকে বলতে চাই যতদিন পর্যন্ত ভারতের হিন্দু ধর্মগুরু রামগিরি মহারাজ ও বিজেপির বিধায়ক নিশিত রানের ফাঁসি না হবে ততদিন পর্যন্ত আমরা ভারতের কোন পণ্য ব্যবহার করবো না। বাংলার মানুষ ভারতে লংমার্চ করতে প্রস্তুত আছে। মুসলিমরা কোনো প্রকার অপমান সহ্য করবে না।
সমাবেশ শেষে আজাদী ময়দান থেকে বৃষ্টিতে ভিজে ধর্মপ্রাণ মুসুল্লিরা বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ মিছিল করতে করতে শহরের পান্না চত্ত্বর প্রদক্ষিণ করে রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে শেষ করে। সমাবেশে ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসার শিক্ষক, মাওলানা, মুফতি, হাফেজ, খতিব, ইমাম, ছাত্র, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।