র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল ৫ই অক্টোবর রাজবাড়ী জেলার গোয়ালন্দে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি ঢাকা-খুলনা জাতীয় মহাসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান খান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ বাবর আলী, শিক্ষক রফিকুল ইসলাম ও শামীম শেখসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী বক্তব্য রাখেন।
আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ইতি।
আলোচনা সভায় শিক্ষকরা সকল বৈষম্য দূর করে বেসরকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের এক দফা দাবী ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ীভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবী করেন।