ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ী সরকারী কলেজে ছাত্রদলের উদ্যোগে আবরার স্মরণে মৌন মিছিল
  • সুজন কুমার বিষ্ণু
  • ২০২৪-১০-০৭ ১৫:১৭:২০

 শহীদ আবরার ফাহাদের স্মরণে গতকাল ৭ই অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী সরকারী কলেজ শাখার আয়োজনে মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 সকালে ছাত্রদলের নেতাকর্মীরা মৌন মিছিল নিয়ে কলেজের ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনারে স্মরণ সভা হয়।

 এতে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, ছাত্রদল রাজবাড়ী সরকারী কলেজ শাখার সভাপতি মোঃ টোকন মন্ডল ও সাধারণ সম্পাদক মোঃ রুবেল মন্ডল বক্তব্য রাখেন। 

 এ সময় রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সহ-সভাপতি রবিন কুমার দাস, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, রাজবাড়ী সরকারী কলেজ শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ জামিল সরদার, সহ-সভাপতি মোঃ জসিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক মোঃ তানভীর খান রনি, দপ্তর সম্পাদক মোঃ সুজন আলী, কলেজ ছাত্রী ছামীরা রহমানসহ কলেজ ছাত্রদলের নেতাকর্মী ও কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 স্মরণ সভায় বক্তারা বলেন, আজ থেকে ৫ বছর আগে আওয়ামী লীগের স্বৈরাচারী শাসন আমলে ভারতের আগ্রসনের বিরুদ্ধে আমার বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাবিদ বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ যখন প্রতিবাদ করেছিল তখন সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ আবরার ফাহাদকে সারারাত টর্চার করে তাকে হত্যা করে। এই আবরার ফাহাদের একটাই দোষ ছিল দেশপ্রেম।  দেশপ্রেম থাকার কারণে তাকে আজ জীবন দিতে হয়েছে। সে ভারতের বিরুদ্ধে লিখেছিল। সে ভারতের অনেক অনিয়ম নিয়ে লেখালেখি করতো। এই লেখার কারণে জীবন দিতে হয়েছে তাকে। আমরা ছাত্র, আমরা ৫ই আগস্টে রক্ত দিয়ে এ দেশ স্বাধীন করেছি। এই আবরার ফাহাদের লেখার মধ্যে দিয়ে জনবিপ্লব সৃষ্টি হয়েছে। এ দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা বাধ্য হয়েছে দেশে ছেড়ে পালাতে। আমরা ছাত্ররা নতুন বাংলাদেশ গড়েছি। এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আবরার ফাহাদের আদর্শকে নিয়ে এ দেশকে গড়তে চাই। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়া শিক্ষাঅঙ্গনে শিক্ষার্থীদের হাতে কলম তুলে দিয়েছিল, বই তুলে দিয়েছিল। ফ্যাসিস্ট এই খুনি হাসিনা এই ছাত্রলীগের মাধ্যমে বই-কলমের বদলে অস্ত্রের ঝনঝনানিতে ক্যাম্পাস পরিপূর্ণ করেছিল। আবরার ফাহাদের মতো মেধাবী শিক্ষার্থী যে অন্যায়ের প্রতিবাদ করে, যে জুলুমের প্রতিবাদ করে তাদের আদর্শকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতায় থাকবে বাংলাদেশ ছাত্রদল।

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ