শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ীতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা ও মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গতকাল ৭ই অক্টোবর রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী পৌর শাখার আয়োজনে শহরের আজাদী ময়দান সংলগ্ন দলীয় কার্যালয়ে আলোচনা ও মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট মোঃ নুরুল ইসলাম।
রাজবাড়ী পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা লিয়াকত হোসেনের সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মধ্যে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আলিমুজ্জামান আলী, সদস্য অধ্যাপক হেলাল উদ্দিন, রাজবাড়ী সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সৈয়দ আহমেদ, রাজবাড়ী জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রবিউল ইসলাম, রাজবাড়ী হরিসভা সার্বজনীন মন্দির কমিটির সভাপতি জয়দেব কর্মকার, সহ-সভাপতি শ্যামল কুমার পোদ্দার, হরিতলা মন্দির কমিটির সভাপতি গণেশ মিত্র, অ্যাডভোকেট নিরঞ্জন কুমার প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উদ্বোধনী ও সমাপনী বক্তব্য রাখেন রাজবাড়ী পৌর জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান।
সভায় রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট মোঃ নুরুল ইসলাম বলেন, আমরা সবাই মানুষ, এটাই আমাদের পরিচয়। যে মুসলমান অন্যের সম্পদ হরণ করে সে প্রকৃত মানুষ নয়। জামায়াতে ইসলামী দল কখনো অন্যের সম্পদ লুটপাট করে না, কারো জমি দখল করে না। আমরা ক্ষমতার লোভে বা অর্থের লোভে রাজনীতি করিনা। মানবতাই আমাদের ধর্ম। মানবতার ফেরিওয়ালা হিসেবে কাজ করতে চাই। যারা মানবিক কাজ করে আমরা তাদের সাথে আছি। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে চাই। যেখানে কোন ভেদাভেদ থাকবে না। শান্তির বাংলাদেশ করতে চাই। যেখানে থাকবে না কোন বৈষম্য, থাকবে না কোন দুর্নীতি। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এদেশে কোন প্রকার বৈষম্য থাকবে না। বাংলাদেশ হবে একটি স্বপ্নের নীড়। আসুন আমরা সকলে মিলে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ি।