ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
রাজবাড়ী জেলা জেটেব কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-১০-১১ ১৫:০৭:৪১

জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ রাজবাড়ী জেলা কমিটি গঠন উপলক্ষে গতকাল ১১ই অক্টোবর দুপুরে পান্না চত্ত্বর পৌর নিউ মার্কেটের তৃতীয় তলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

 জেটেব কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেটেব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ(মিন্টু) বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে জেটেব কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ ফারুক হোসেন, বিএসসি ইঞ্জিনিয়ার টেক্সটাইল মোহাম্মদ সেলিম সরদার, জেটেব কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ সাজ্জাদুর রহমান শাহিন ও বিসিডিএস রাজবাড়ীর ডিরেক্টর মাহফুজুর রহমান মাহবুব বক্তব্য রাখেন।

 জেটেব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার সাব্বির আহম্মেদ মিন্টু বলেন, প্রাথমিক অবস্থায় আমরা রাজবাড়ীতে জেটেব এর মতবিনিময় সভা করলাম। পরবর্তীতে আমরা ভাল একটা কমিটি করে বড় পরিসরে এর কার্যক্রম শুরু করা হবে।

 

রাজবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা
কালুখালীতে কিশোর নীরব হত্যা মামলার রহস্য উদঘাটন॥গ্রেপ্তার-১
 রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০টাকা  ও প্লেট নম্বরের দাবীতে সংবাদ সম্মেলন
সর্বশেষ সংবাদ