রাজবাড়ীতে পূজা মন্ডপ নিয়ে উস্কানীমূলক বক্তব্য ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক সম্প্রতি বিনষ্ট করার অপরাধে দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামী তছির উদ্দিন (৪০)কে পুলিশ গতকাল ১২ই অক্টোবর ভোর ৬টার দিকে ঝিনাইদহ গ্রেপ্তার করেছে।
প্রেস রিলিজের মাধ্যমে রাজবাড়ী জেলা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তছির উদ্দিন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের জরি মিস্ত্রির ছেলে। রাজবাড়ী সদর থানায় সাইবার সিকিউরিটি আইনের মামলার সে ২নং আসামী। এর আগে মামলার ১নং আসামী ফরহাদকেও গ্রেপ্তার করে পুলিশ।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ শরীফ মফিজুর রহমান ডিউটিকালীন সময়ে ফেসবুকে হিন্দু সম্প্রদায়ের পূজা মন্ডপ নিয়ে একটি উস্কানিমূলক ভিডিও দেখতে পান। সেখানে তেছির উদ্দিন(৪০) এর ভিডিও করা একটি পোস্ট ফরহাদ(৩৩) সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিজ ফেসবুক আইডিতে গত ৯ই অক্টোবর দুপুরে পোস্ট করে। ওই ভিডিও ফেসবুকে পোস্ট করার পরেই দ্রুত ভাইরাল হয় এবং থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়। পরবর্তীতে গত ১০ই অক্টোবর এসআই শরীফ মফিজুর রহমান বাদী হয়ে ওই ২জনের নাম উল্লেখ করে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৭(২)/৩১/৩৩ ধারায় সদর থানায় মামলা দায়ের করে।
মামলার রহস্য উদঘাটন পুলিশ সুপারের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে রাজবাড়ী সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম কাজে নামে।
অনুসন্ধান ও তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি মফিজুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে গতকাল ১২ই অক্টোবর ভোর ৬টার দিকে মামলার এজাহার নামীয় ২নং আসামী তছিরকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব বলেন, হিন্দু সম্প্রদায়ের পূজা মন্ডপ নিয়ে উস্কানীমূলক ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অপরাধে সাইবার সিকিউরিটি আইনে সদর থানায় দুজনের নামে মামলা হয়। পুলিশ অভিযান চালিয়ে মামলার ১নং আসামী ফরহাদকে গত ১০ই অক্টোবর দিনগত রাতে মাটিপাড়া থেকে গ্রেপ্তার করে। মামলার ২নং আসামীকে গ্রেপ্তারে জন্য পুলিশ তৎপর ছিলো। পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখার টিম অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলা থেকে মামলার ২নং আসামীকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদকালে সে জানায়, অনলাইনে ভাইরাল হওয়ার জন্য ১নং আসামীর সাথে যোগসাজসে উক্ত ভিডিও ফেসবুকে পোস্ট করে সে। আসামী তসির ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে উস্কানি মূলক পোস্ট ছাড়া হয়েছে সে বিষয়ে ১নং আসামী ফরহাদ ও ২নং আসামী তছির উদ্দিন কারো দ্বারা প্ররোচিত হয়েছেন কিনা, তা গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ।