রাজবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গতকাল ১৩ই অক্টোবর হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার সমাপ্তি হয়েছে।
এবার শান্তিপূর্ণভাবে রাজবাড়ী জেলার ৪৪১টি মন্ডপে পূজা-অর্চনা, শ্রদ্ধা নিবেদন এবং প্রসাদ বিতরণের মাধ্যমে দেবী দূর্গাভক্তরা ৫দিনব্যাপী দুর্গোৎসব উদযাপন করেন।
সরেজমিনে দেখা যায়, রাজবাড়ী শহরের গোদার বাজার পদ্মা নদী, ভাজনবাড়ী পুকুরসহ স্থানীয় বিভিন্ন পুকুরে প্রতিমা নিয়ে এসে বিসর্জন দেয় হিন্দু ধর্মাবলম্বীরা। গতকাল ১৩ই অক্টোবর রাত ১১টা ৪০ মিনিট পর্যন্ত জেলার ৪২২টি প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। অবশিষ্ট প্রতিমাগুলো এ খবর লেখা পর্যন্ত বিসর্জনের অপেক্ষায় রযেছে।
এর আগে ভক্তরা বিষাদ ভুলে হাসিমুখে দেবী মাকে বিদায় জানাতে সিঁদুর খেলায় মেতে ওঠেন। বিসর্জনের আগ পর্যন্ত তারা একে-অন্যকে সিঁদুরে রাঙান, নাচ-গান করেন, যেন সারা বছর এমন আনন্দে কাটে।
হিন্দু ধর্মাবলম্বী ভক্তরা জানান, সব কষ্ট দূর করে দেবী দুর্গা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। এক বছর পর মা আবার আসবেন। আমরা মায়ের কাছে দেশ ও জাতির মঙ্গলার্থে প্রার্থনা করেছি। তিনি যেন সকলের উন্নতি আর প্রগতিতে আমাদের জীবন ভরিয়ে দেন। পৃথিবীতে যেন শান্তি ফিরে আসে। বন্ধ হোক সকল দাঙ্গা, হাঙ্গামা। সেই সাথে সকলের মঙ্গল কামনা দেবী দুর্গার কাছে দোয়া কামনা করেন ভক্তরা।
দুর্গোৎসবের প্রতিদিনই হিন্দু সম্প্রদায়ের সকল বয়সের নারী-পুরুষ মন্ডপে-মন্ডপে গিয়ে আনন্দ উৎসবে মেতে উঠেন। পাশাপাশি দূর্গতি নাশিনী দেবীদূর্গার কৃপা লাভের আশায় তারা আরাধনা করেন।
এবার জেলার প্রতিটি মন্ডপে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। প্রতিটি পূজামন্ডপে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক, আনসার, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। সেনা সদস্যদের ছিল ব্যাপক তৎপরতা। সনাতন ধর্মমতে, বিসর্জনের মধ্যদিয়ে মা দুর্গার সন্তান কার্তিক, গণেশ, লক্ষী, সরস্বতীসহ চলে যান কৈলাসে স্বামীর ঘরে। তিনি আবার এক বছর পর নতুন শরতে ‘পিতৃগৃহ’ এই ধরণীতে ফিরবেন। দেবী দুর্গা এবার এসেছিলেন দোলায় চড়ে। আর মর্ত্যে ‘বাবার বাড়ী’ বেড়ানো শেষে ঘোড়ায় চড়ে ‘কৈলাসে দেবালয়ে’ ফিরেছেন ‘আনন্দময়ী’ দেবী দুর্গা।
রাজবাড়ী টিএন্ডটি পাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্দির দেবীর চরণে সিঁদুর দিতে আসা নারী বিন্দু সরকার বলেন, স্বামীর মঙ্গল কামনায় মায়ের কাছে প্রার্থনা করি। তার পায়ে সিঁদুর ছুঁয়ে দিয়ে তার কিছুটা সিঁথিতে লাগালে সংসারে মঙ্গল হয়।
রাজবাড়ী বড়পুল হরিতলা সার্বজনীন মন্দিরে সিঁদুর খেলতে আসা অপর এক নারী সংগীতা সরকার বলেন, বিয়ে ছাড়া মাথায় সিঁদুর দেওয়া যায় না। আমাদের একদিন বিয়ে হবে তখন ভালো স্বামী এবং সুখের সংসারের কামনায় আমরা সিঁদুর খেলায় আসি। বিয়ে হলে আমরাও সিঁথিতে সিঁদুর পড়বো।
গোদার বাজার পদ্মা নদীতে বিসর্জন দিতে আসা প্রদীপ দাস, সুজিত রায়, সনজিত সরকার জানান, মা দেবী দুর্গা সকল মানুষকে ভালো রাখুক। পৃথিবীটা যেন ভালো থাকে। অশুভকে বিনাশ করেন। পাশাপাশি দুষ্টের দমন ও শিষ্টের লালন করেন। আজকের দিনে এই আশাই আমি করি মা দেবীর কাছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস বলেন, দেবী দূর্গার বিসর্জনের মধ্য দিয়ে অত্যন্ত শান্তি প্রিয়ভাবে আমাদের দুর্গোৎসব শেষ হল। বিগত ৫দিন সকাল থেকেই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই পুজায় আনন্দ উল্লাস করেছেন। প্রশাসন, স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক ও সকল সচেতন মানুষের সহযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের শারদীয় দুর্গোৎসব সমাপ্তি হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত বলেন, এবারের পূজা সুষ্ঠুভাবে হয়েছে। প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাই। রাজবাড়ী শহরে বিভিন্ন পুকুর ভরাট করায় প্রতিমা বির্সজন দেওয়া কষ্ট হচ্ছে। নদীও শহর থেকে বেশ দূরে। সেখানে বির্সজন দেওয়ার মতো ঘাট নেই। প্রশাসন থেকে একটি ঘাট করে দিলে প্রতিটা মন্দিরের প্রতিমা সেখানে বির্সজন দিলে কষ্ট হতো না।
রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব বলেন, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সমাপ্তি হল আজ। জেলার কোথাও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুন্দরভাবে পূজার সমাপ্তি রয়েছে। পূজায় যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে সেজন্য জেলা পুলিশ এ বিষয়ে অত্যন্ত তৎপর ছিল।
উল্লেখ্য, এ বছর রাজবাড়ী জেলায় মোট ৪৪১টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে রাজবাড়ী সদর ও পৌরসভায় ১১০টি, গোয়ালন্দ উপজেলায় ২৬টি, বালিয়াকান্দি উপজেলায় ১৪৭টি, পাংশায় উপজেলায় ১০১টি ও কালুখালী উপজেলায় ৫৭ টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।