“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”-এ প্রতিপাদ্যে গতকাল ১৪ই অক্টোবর দুপুর সাড়ে ১২টায় রাজবাড়ীতে জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে র্যালী, আলোচনা সভা, অগ্নিকান্ড ও ভূমিকম্প সংক্রান্ত মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া প্রদর্শন করে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক ও বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, সূর্যনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম বিশ্বাস, রাজবাড়ী জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা প্রকৌশলী সৈয়দ আরিফুল হক।
এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, সূর্যনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মোঃ জালাল উদ্দিন, অভিভাবক সদস্য ফারুকুজ্জামানসহ প্রশাসন ও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
আলোচনা সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট যেকোনো দুর্যোগ-দুর্ঘটনায় কিভাবে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো যায় সে ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। বর্তমানে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ অনেকদূর এগিয়েছে। একটা সময় দুর্যোগে অনেক ক্ষয়ক্ষতি হতো। কিন্তু এখন সেটা অনেকটা হয় না। এখন দুর্যোগের আগেই পূর্বাভাস পেয়ে যাই আমরা। আর সেই এলাকাতে মাইকিং করে সবার মাঝে জানিয়ে দেওয়া হয়। যথাসময়ের পূর্বাভাস, উপকূলবর্তী এলাকায় আশ্রয়ণ কেন্দ্র অবকাঠামোগত উন্নয়নের ফলে প্রাণহানি অনেক রোধসহ সম্পদের ক্ষয়ক্ষতি হ্রাস পেয়েছে। উপকুল এলাকাতে সামাজিক বনায়ন রয়েছে। বড় বড় গাছ লাগানো রয়েছে। একসময় প্রাকৃতিক ঘূর্ণিঝড়ে,জলোচ্ছ্বাসে অনেক মানুষ মারা যেতো। ঝড়, বৃষ্টি, ঘূর্ণিঝড় আগে ঋতু ভেদে হতো। কিন্তু এখন ঋতু পরিবর্তনে ন্যাচারাল চেঞ্জ হয়ে অসময়ে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, অসময়ে খড়া হচ্ছে, শীতের পরিমাণ কমছে ও রোদের তাপ বাড়ছে। এগুলো কিন্তু আবহাওয়া পরিবর্তনের জন্য হচ্ছে, ফলে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। এগুলো যাতে বৃদ্ধি না পায় সেজন্য সরকার কাজ করে যাচ্ছে।
আলোচনা সভা শেষে সূর্যনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা সাধারণ অগ্নিকান্ডের পাশাপাশি গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে সেটি নেভানোর বিভিন্ন কলা-কৌশল, বহুতল থেকে হতাহতদের উদ্ধার এবং ভূমিকম্পের সময় করণীয়সহ বিভিন্ন মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিস ও ডিফেন্সের সদস্য। তাদের পাশাপাশি রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরাও উদ্ধার কাজে অংশগ্রহণের মহড়া প্রদর্শন করে।