ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে মাদক ও অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে-----লেফটেন্যান্ট কর্নেল রেজা
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-১০-১৪ ১৫:২৯:৪৭

 রাজবাড়ীতে জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৪ই অক্টোবর কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

 জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট(ভারপ্রাপ্ত) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রাজবাড়ী সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তালুকদার মোহাম্মদ মাহমুদ রেজা, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এস এম এ হান্নান ও জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোস্তারী জাহান ফেরদৌস।

 সভায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ মাসুদুর রহমান রুবেল, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, রাজবাড়ী ওজোপাডিকের উপ-বিভাগীয় প্রকৌশলী এসএম ওমর ফারুক মামুন, রাজবাড়ী কারাগারের জেল সুপার মোঃ আব্দুর রহিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আসিফুর রহমান ও রাজবাড়ী রেলওয়ে জিআরপি থানার উপ-পরিদর্শক(এসআই) শহিদুল ইসলাম তাদের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন।

 অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমার সঞ্চালনায় সভায় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ, বালিয়াকান্দি উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান, জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোঃ কামরুল হাসান মারুফ, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান, রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ আবজাউল আলম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাসসহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের দপ্তর প্রধান ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 সভায় রাজবাড়ী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, এডিস মশা নিধন প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব বলেন, রাজবাড়ীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালো রয়েছে। সাম্প্রতিক সময়ে রাজবাড়ী সদর ও গোয়ালন্দে বেশ কয়েকটি ঘটনা ঘটছে। জেলা পুলিশ ঘটনাগুলোর রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দিয়েছে। রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে মাদক উদ্ধার ও সড়কে ডাকাতি বন্ধে বিশেষ অভিযান চালানো হচ্ছে।

 এছাড়াও অস্ত্র উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে। আশা করছি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

 সভায় রাজবাড়ী সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তালুকদার মোহাম্মদ মাহমুদ রেজা বলেন, গত মাসের ১৭ তারিখ থেকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। তার একটি অন্যতম কারণ হচ্ছে মাদক, অবৈধ অস্ত্র উদ্ধারসহ যেকোনো অভিযান পরিচালনা করার ক্ষেত্রে একটি টিম লাগতো আমাদের। এর মধ্যে ম্যাজিস্ট্রেট লাগতো, পুলিশ লাগতো। এখন এই বিষয়টিকে আরও সহজ করা হয়েছে। যাতে আমরা যেকোনো ইনফরমেশনের ভিত্তিতে আমরা অপারেশন করে আসামী ধরে পুলিশের কাছে হস্তান্তর করতে পারি। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার পর থেকে আমরা রাজবাড়ী জেলায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত ২৫/২৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এছাড়াও রাজবাড়ী জেলায় আরও একটি সমস্যা রয়েছে সেটা হচ্ছে মাদক। জেলায় মাদকের ছড়াছড়ি বিশেষ করে গোয়ালন্দ উপজেলায় ও রাজবাড়ী সদরে। আমরা এই দুইটি স্থানে দেখতে পেয়েছি অনেক কিশোর ও যুবক যাদের এই বয়সে পড়ালেখা করার কথা, দেশের উন্নয়নে কাজ করার কথা তারা মাদকাসক্ত ও মাদক ব্যবসার সাথে জড়িত। আমরা জেলায় মাদক নির্মূলে কাজ করছি।

 তিনি আরো বলেন, আরেকটি বিষয় সেটি হচ্ছে জেলায় অবৈধ অস্ত্রের ঝনঝনানি বেশি। এ ব্যাপারে আমাদের গোয়েন্দা ও অভিযানিক কার্যক্রম চলমান রয়েছে। পুলিশের সাথে আমরা যৌথভাবে অনেকগুলো যৌথ অভিযান পরিচালনা করেছি। আমাদের অপারেশনের স্টাইল একটু ভিন্ন হওয়ায় আমরা অভিযান আগে করে ফেলি। পুলিশ আমাদেরকে অনেক সহযোগিতা করছে, আমরা অনেক অপারেশন একসাথে করেছি। যৌথ অভিযানে আমরা সেনাবাহিনী রাজবাড়ী জেলা পুলিশের সাথে খুব ক্লোজলি কাজ করে যাচ্ছি। আশা করছি আমরা খুব শিগগিরই আরও ভালো ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো। বিশেষ করে পাংশা উপজেলায় ও রাজবাড়ী সদরে বেশ অবৈধ অস্ত্রের সন্ধান পেয়েছি। আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান করবো। আমরা একটা ম্যাসেজ পরিষ্কার করতে চাই এই যৌথ অভিযান পরিচালনা করাকালে রাজবাড়ীতে কোন অবৈধ অস্ত্র থাকবে না। থাকলেও তাদের চলে যেতে হবে রাজবাড়ী জেলা থেকে। যদি তারা জেলার মধ্যে থাকার সাহস দেখায় তাহলে ডেফিনেটলি বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ যৌথভাবে তাদের প্রতিহত করবে।

 সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট(ভারপ্রাপ্ত) সিদ্ধার্থ ভৌমিক বলেন, জেলা আইন-শৃঙ্খলা কমিটি জেলার আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ কমিটি। বর্তমানে রাজবাড়ী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। আমাদের সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করছে। অবৈধ অস্ত্র উদ্ধারে তারা কাজ করবে। বাজার মূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের কাজ করতে হবে। যাতে ভোক্তারা দুর্ভোগের শিকান না হন এবং দ্রব্য মূল্য যাতে ক্রয়সীমার বাইরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও অবৈধ মজুদ করে যাতে দ্রব্য মূল্য বৃদ্ধি না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও ১৩ই অক্টোবর থেকে আগামী ৩রা নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ ধরা, বিক্রি, সংরক্ষণ, পরিবহন নিষিদ্ধ থাকবে। এই ২২ দিনে কেউ যেন নদীতে নামতে না পারে সেদিকে মৎস্য বিভাগসহ উপজেলা প্রশাসনকে খেয়াল রাখতে হবে। আশা করি রাজবাড়ীতে যে শান্তিপূর্ণ অবস্থা রয়েছে সেটা সামনের দিনে অধিকতর আরও শান্তিপূর্ণ অবস্থায় ফিরে আসবে। আজকের মিটিং এর মাধ্যমে আমরা রাজবাড়ীর যে তিনটি পৌরসভা রয়েছে তাদেরকে আমরা বলে দিব ডেঙ্গু মশা নিধনের যে ঔষুধ বা স্প্রে রয়েছে তা যেনো ব্যবহার করে। সেই সাথে আমাদের যেকোনো অবৈধ স্থাপনা থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের জানালে আমরা অভিযান পরিচালনা করবো।

 জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির সভা, জেলা চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটির সভা, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভা, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা, সড়ক দূর্ঘটনায় আহত/নিহতদের নির্ভূল ডাটাবেজ তৈরির লক্ষ্যে গঠিত জেলা টাস্কফোর্স কমিটির সভা, জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা, বেসরকারী মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কার্যক্রম মনিটরিং কমিটির সভা, কারাগারে থাকা শিশু কিশোরদের অবস্থা উন্নয়নের লক্ষ্যে গঠিত জেলা টাস্কফোর্সের সভাসহ অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত হয়।

 
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ