অবশেষে প্রায় চার মাস চিকিৎসা সেবা দিয়ে পুরোপুরি সুস্থ করে অবমুক্ত করা হলো রাজবাড়ী শহরের সজ্জনকান্দা টিএন্ডটি পাড়ার জমিদার বাড়ীর আরাম ঘরে স্থান পাওয়া আহত সেই ঈগল পাখিটিকে।
গতকাল ১৫ই অক্টোবর বিকেলে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন আরাম ঘর আনুষ্ঠানিকভাবে পাখিটিকে অবমুক্ত করে।
এ সময় রাজবাড়ী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোহাম্মদ ফেরদৌস, রাজবাড়ীর সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ হুমায়ুন কবির, রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খায়ের উদ্দিন আহম্মেদ, স্বেচ্ছাসেবী সংগঠন আরাম ঘরের প্রতিষ্ঠাতা সাংবাদিক লিটন চক্রবর্তীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
আরামঘর জীববৈচিত্র্য রক্ষণাবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, গত ৪ঠা জুলাই রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুরের মাঠে একটি ঈগল হাজির হয়। তখন স্থানীয় কয়েক কিশোর ঢিল ছুড়ে পাখিটিকে জখম করে। পাখিটির ডান পাশের ডানার অংশবিশেষ ভেঙে যায় এবং পা ও মুখে আঘাত পায়। আহত পাখিটিকে দেখে স্থানীয় একজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঈগলটি উদ্ধার করে সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খায়ের উদ্দিন আহম্মেদ পাখিটিকে প্রাথমিক চিকিৎসা দেন। পাখিটিকে আরও কিছুদিন সেবাযত্ন করার প্রয়োজন ছিল।
তখন চিকিৎসক জানান, পাখিটি বেশ কিছুদিন নিজেদের হেফাজতে রেখে পরিচর্যা ও চিকিৎসা করতে হবে। কিন্তু সেরকম কোনো ব্যবস্থাপনা তাদের ছিল না। এ সময় ওই বন কর্মকর্তা প্রাণিপ্রেমী হিসেবে পরিচিত লিটন চক্রবর্তীর কাছে আহত ঈগলটি সেবা-শুশ্রুষার জন্য হস্তান্তর করেন। পরে লিটন চক্রবর্তী তার আরাম ঘরের (শিশুদের জন্য প্রতিষ্ঠিত সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্র) একটি কক্ষে ঈগলটি রেখে পরিচর্যা করতে থাকেন।
প্রায় দুই মাস পর ঈগলটি কিছুটা সুস্থ হয়ে উঠলে সবার অগোচরে উড়ে চলে যায়। এর কিছুদিন পরই আবার ঈগলটি ফিরে আসে। পরে ঈগলটিকে উদ্ধার করে আবার সেবা যত্নের মাধ্যমে সুস্থ করে তোলা হয়। পরে আজ ঈগলটিকে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।
আরাম ঘর জীব বৈচিত্র্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা লিটন চক্রবর্তী জানান, সজ্জনকান্দা টিএন্ডটিপাড়ায় আরামঘর জীব বৈচিত্র্য রক্ষণাবেক্ষণ কেন্দ্রে ঈগলটিকে রাখা হয়েছিল। প্রায় দেড় মাস ঈগলটি তাদের কাছে ছিল। তখন প্রতিদিন গড়ে ৩০০ টাকার মতো খরচ হতো। সংগঠনের সদস্যরা টাকা দিতেন। প্রতিদিন পাখিটিকে সকালে প্রায় ৫০০ গ্রাম কাঁচা মাছ, দুপুরেও ৫০০ গ্রামের মতো বাটা, রুই জাতীয় মাছ এবং রাতের বেলায় হাড় ছাড়া মুরগির কাঁচা মাংস খেতে দেওয়া হয়। ঈগলটি সুস্থ হয়ে গিয়েছিল। অবমুক্ত করার আগেই হঠাৎ করে ঈগলটি উড়ে চলে যায়। আমরা ভেবেছিলাম, প্রাকৃতিক পরিবেশে ঈগলটি আপন ঠিকানায় ঘুরে বেড়াচ্ছে। প্রায় দুই মাস পর ঈগলটি আবার আমাদের কাছে অসুস্থ অবস্থায় ফিরে আসে। আমরা আবার আরাম ঘর জীব বৈচিত্র্য কেন্দ্রে নিয়ে এসে মাসখানেক সেবা যত্ন করে আজ আবার মুক্ত আকাশে ঈগলকে অবমুক্ত করেছি।