ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
রাজবাড়ীতে নানা আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-১০-১৫ ১৫:১৩:৪৩

হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ^ সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ১৫ই অক্টোবর সকাল সাড়ে ১১টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 এর আগে দিবসটি উপলক্ষে সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্ত্বর থেকে র‌্যালী বের হয়। 

 রাজবাড়ীর জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভায় সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, রাজবাড়ী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডাঃ নাসির উদ্দিন আহমেদ, এনজিও রাস-এর নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, এনজিও এ্যাসেড-এর পরিচালক মুহাঃ শাহজাহান সিদ্দিক ও দৃষ্টি প্রতিবন্ধী আজগর আলী বক্তব্য রাখেন।

 এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ দস্তগীর হুসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 আলোচনা সভায় বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নের মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে সরকার। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যে মাসিক ভাতা, অনুদান ও ঋণ কার্যক্রম, বিদ্যালয় স্থাপন, অভিভাবকদের জন্যে প্রশিক্ষণ, পিতৃ-মাতৃহীন প্রতিবন্ধী শিশু নিবাস, কর্মজীবীদের জন্যে পুরুষ ও মহিলা হোস্টেল নির্মাণসহ অসংখ্য কার্যক্রম পরিচালনা করছে সরকার।

 তারা আরও বলেন, যদি একজন দৃষ্টি প্রতিবন্ধী লোকের হাতে সাদাছড়ি থাকে তাহলে আমরা যারা চোখে দেখি তাহলে দূর থেকেও সেটা দেখতে পাই এবং এগিয়ে গিয়ে তাদের সাহায্য করতে পারি। তাছাড়া যদি গাড়ির ড্রাইভারদের চোখেও পড়ে তাহলে তারা গাড়ি স্লো করে রাস্তা পার হতে সহযোগিতা করে। দৃষ্টি প্রতিবন্ধীদের যে যেভাবে পারি সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেব। সাদাছাড়ি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মমর্যাদা ও স্বাধীনতার প্রতীক। তাই প্রত্যেক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উচিৎ সাদাছড়ি ব্যবহার করা এবং অন্য ব্যক্তিদের উচিৎ তাদের চলাচলে সহযোগিতা করা।

আলোচনা সভা শেষে ৬জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করেন অতিথিরা।

 

 

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ