‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এ প্রতিপাদ্যে রাজবাড়ী জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে গতকাল ১৫ই অক্টোবর সকালে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের কোর্ট চত্ত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধোঁয়া শেখানো হয়।
হাত ধোঁয়া অনুষ্ঠানে রাজবাড়ীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু জাকারিয়া বক্তব্য রাখেন।
এ সময় জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী নির্বাহী প্রকৌশলী অর্নব ঘোষ, উপ-সহকারী প্রকোশলী (এস্টিমেটর) মোঃ নূরনবী ইসলামসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক বলেন, আমরা কোন কিছু খাওয়ার আগে ও পরে ভালো করে হাত ধুবো। করোনার সময়ে আমরা এই হাত ধোঁয়ার বিষয়ে অনেক সতর্ক ছিলাম। আমরা জীবানু যুক্ত কিছু ধরে আবার সেই হাত না ধুয়ে যদি কিছু খাই তাহলে আমরা অসুস্থ হয়ে পড়বো। হাত ধোঁয়ার সময় সাবান বা হাত ধোয়ার উপকরণ নিয়ে কমপক্ষে ৩০ সেকেন্ড হাত এপিঠ-ওপিঠ করে কচলিয়ে ধুয়ে ফেলতে হবে। আমরা অনেক সময় হাতে সাবান মেখে না কচলিয়ে পানি দিয়ে হাত ধুয়ে ফেলি। মনে করি হাত ধোঁয়া হয়ে গেছে। এটাতে কিন্তু জীবানু যায় না। হাত জীবাণুমক্ত থাকলে অনেক রোগবালাই থেকে মুক্ত পাওয়া যায়। তাই সঠিক নিয়মে হাত ধুঁতে হবে, অন্যকে সঠিকভাবে হাত ধোঁয়া শেখাতে হবে। আমরা অবশ্যই বাথরুম থেকে এসে সবাই ভালো করে হাত পরিষ্কার করবো।