ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে পুলিশের অভিযানে আওয়ামীলীগের ৩ নেতা গ্রেপ্তার
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-১০-২১ ১৫:৪১:১৪

রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় আওয়ামী লীগের ৩জন নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

 গত ২০শে অক্টোবর দিনগত রাতে সদর উপজেলার বরাট ইউনিয়ন ও পাচুরিয়া ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

 গ্রেপ্তারকৃতরা হলো- জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসজাদ হোসেন আরজু, সদর উপজেলার বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন ও পাচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম মোল্লা। গ্রেপ্তারকৃতদের মধ্যে আসজাদ হোসেন আরজু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার মামলায় এজাহারের ১২০ নম্বর আসামী।

 রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় রাজীব মোল্লার দায়ের করা মামলার এজাহার নামীয় আসামী হিসেবে আসজাদ হোসেন আরজু ও সন্দেহভাজন আসামী হিসেবে শেখ ফরিদ ও নুরুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের গতকাল ২১শে অক্টোবর আদালতে পাঠানো হয়েছে।

 

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ