ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
গোয়ালন্দের অবৈধ অস্ত্র ব্যবসায়ী মোমিন যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার॥২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-১০-২১ ১৫:৪৩:৫২

রাজবাড়ী জেলার গোয়ালন্দে বাংলাদেশ সেনাবাহিনী ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশের যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ মোমিন শেখ(৪১) নামে এক অবৈধ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। 

 গ্রেফতারকৃত মোমিন শেখ গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর আন্ধার মানিক গ্রামের কিয়ামুদ্দিন শেখের ছেলে।

 গোপন সংবাদের ভিত্তিতে গত ২০শে অক্টোবর দিনগত গভীর রাতে রাজবাড়ী সেনা ক্যাম্পের সেনা সদস্যদের একটি দল ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশের যৌথ চর আন্ধার মানিক গ্রামের নিজ বাড়ীতে থেকে তাকে গ্রেফতার ও তার কাছ থেকে লোহা ও কাঠের তৈরী একটি এয়ারগান, লোহার তৈরী একটি দেশীয় একনলা পাইপ গান এবং দুইটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

 গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মমিন শেখের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। 

 গতকাল ২১শে অক্টোবর পুলিশ তাকে ৭দিনের রিমান্ড নেওয়ার জন্য রাজবাড়ীর আমলী আদালতে আবেদন করেছে।

 
গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ