ঢাকা শনিবার, অক্টোবর ২৬, ২০২৪
রাজবাড়ীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চোরাই মোটর সাইকেল বিক্রির বিজ্ঞাপন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১০-২৫ ১৬:০৪:২৯

 রাজবাড়ীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে টানা গাড়ি(মোটর সাইকেল) বিক্রি করার খবর পাওয়া গেছে। 

 গত ২৪শে অক্টোবর রাতে ক্রয়-বিক্রয় রাজবাড়ীর নামে প্রায় ২৩ হাজার সদস্যদের একটি গ্রুপে পোস্ট দিয়ে টানা গাড়ি বিক্রির বিজ্ঞাপন দেন মোহাম্মদ মাসুদ রানা নামে এক ব্যক্তি। 

 ওই পোস্টে তিনি উল্লেখ করেন, ‘বিক্রি হবে টানা গাড়ি। একদম নিউ কন্ডিশন আছে। বিস্তারিত জানতে হোয়াটঅ্যাপে যোগাযোগ করুন।’ সেখানে তিনি একটি ফোন নাম্বার দিয়েছেন। ইয়ামাহা ব্রান্ডের একটি গাড়ির চারটি ছবি দিয়ে ৬০ হাজার টাকা দাম চেয়েছেন তিনি।

 এমন পোস্ট গ্রুপে এপ্রুভ করার সমালোচনা করেছেন কয়েকজন। এমন পোস্টে সাধারণ মানুষ প্রতারণার স্বীকার হতে পারেন বলে অভিমত তাদের।

 তার ওই পোস্টে রুবেল সরদার নামে একজন মন্তব্য করে লিখেন, এই গ্রুপের নিয়ন্ত্রণ কারা করেন? এগুলো কি ধরণের পোস্ট। এটা কি চোরের প্লাটফর্ম নাকি, এমন প্রশ্নও তোলেন তিনি।

 রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব বলেন, বিষয়টি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। বিষয়টি নিয়ে কাজ করার সুযোগ আছে। আমরা তদন্ত করে বিষয়টি দেখবো।

 সম্প্রতি রাজবাড়ীর বিভিন্ন স্থান থেকে মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।  

রাজবাড়ী জেলায় ইলিশ রক্ষা অভিযানের ১৩তম দিনে আটক ২৯ জেলে দন্ডিত
 রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে ৫ আসামী গ্রেফতার
রাজবাড়ীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চোরাই মোটর সাইকেল বিক্রির বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ