ঢাকা বুধবার, জুলাই ২, ২০২৫
মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজবাড়ীতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ করা হবে ----পুলিশ সুপার
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-১০-২৯ ১৫:৫০:৩১

 রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন। 

 গতকাল ২৯ শে অক্টোবর দুপুরে নিজ কার্যালয়ে চত্বরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন বলেন, কনস্টেবল পদে চাকরি প্রার্থী যারা আছেন, তাদের যারা আত্মীয় স্বজন আছেন তারা যেনো কোনভাবে কারো প্রলোভনে না পড়েন। কোন ধরণের আর্থিক সংশ্লিষ্টতা যেনো তারা না রাখেন। কারো যদি কোন আর্থিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

 তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশে এখন স্বচ্ছতার সাথে দক্ষতা, যোগ্যতা ও মেধার ভিত্তিতে আমরা নিয়োগ দিচ্ছি। রাজবাড়ীবাসীকে আমি অভিনন্দন জানাচ্ছি যারা পুলিশ সদস্য হিসেবে নিয়োগ পাবেন নতুন করে তারা সম্পূর্ণ স্বচ্ছ একটা প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ লাভ করবেন।

 সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।

 জানা গেছে, রাজবাড়ীতে কনস্টেবল পদে ৩১টি পদ শূন্য রয়েছে। এই ৩১টি পদের বিপরীতে আবেদন করেছে ২হাজার ৩৩জন। রিক্রুট কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় রাজবাড়ী জেলায় আগামীকাল ৩১শে অক্টোবর প্রাথমিক পর্বে পরীক্ষাগুলো সম্পূর্ণ হবে।

 

রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে দোয়া মাহফিল
জনকল্যাণমূলক কর্মকান্ডে প্রশংসিত কালুখালীর ইউএনও মহুয়া আফরোজ
 মুরাদনগরে গৃহবধূ ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজবাড়ীতে মহিলা পরিষদের মানববন্ধন
সর্বশেষ সংবাদ