ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
অক্টোবরে লেবাননে জাতিসংঘের মিশনকে ৩০ বার লক্ষ্যবস্তু করা হয়েছে ঃ জাতিসংঘ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১০-৩১ ১৫:৪০:২৪

 লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন চলতি মাসে ৩০টিরও বেশি হামলার ঘটনা রেকর্ড করেছে। এর মধ্যে প্রায় ২০টি হামলাই হয়েছে ইসরাইলিদের থেকে। এসব হামলার কারণে শান্তিরক্ষী বাহিনীর সম্পদের ক্ষতি বা এই বাহিনীর সদস্যরা আহত হয়েছে।

 গত বুধবার জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর এক মুখপাত্র একথা জানান।  

 ১৯৭৮ সালে লেবাননে ইসরাইলের আগ্রাসনের পর থেকে দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে। সম্প্রতি দেশটিকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধের সম্মুখ সারিতে ঠেলে দেয়া হয়েছে। ইসরাইল বারবার লেবাননে মোতায়েন শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের তাদের অবস্থান পরিত্যাগ করার আহ্বান জানিয়ে আসছে।

 ইউএনআইএফআইএল হিসেবে পরিচিত ওই বাহিনীর মুখপাত্র আন্দ্রেয়া টেনেন্টি ভিডিও’র মাধ্যমে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে একথা বলেন। জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে।

 টেনেন্টি ইসরায়েলি সামরিক বাহিনীকে উল্লেখ করে বলেছেন, ‘খুবই উদ্বেগজনক ঘটনা হল, যেখানে শান্তিরক্ষীরা তাদের পর্যবেক্ষণের কাজ করছে সেখানে এবং আমাদের ক্যামেরা, লাইট ও ওয়াচ টাওয়ারগুলোতে ইচ্ছাকৃতভাবে আইডিএফ হামলা চালিয়েছে।’ 

 গত সোমবার একটি রকেট লেবাননের নাকোরা শহরে জাতিসংঘ মিশনের সদর দফতরে আঘাত করে। এটি সম্ভবত হিজবুল্লাহ বা তাদের একটি সহযোগী গোষ্ঠী দ্বারা নিক্ষেপ করা হয়েছিল। এছাড়া,আরো প্রায় এক ডজন অন্যান্য হামলার উৎস নির্ধারণ করা যায়নি। তিনি বলেন, ‘স্পষ্ট করে বলতে গেলে, আইডিএফ ও হিজবুল্লাহ উভয়ের কর্মকান্ড শান্তিরক্ষীদের বিপদে ফেলছে।’

 
রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা
পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’-ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা
সর্বশেষ সংবাদ