ঢাকা শুক্রবার, নভেম্বর ১, ২০২৪
রাজবাড়ীতে ৬ জেলের জেল॥২ লাখ ২০হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১০-৩১ ১৫:৪১:৪১

 রাজবাড়ী জেলার পদ্মা নদীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে ৬জন জেলেকে আটক করে ৪ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে মোবাইল কোর্ট। 

 এ সময় ২ লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও ২শ টাকা জরিমানা ও জব্দকৃত ১৭৫ কেজি ইলিশ মাছ এতিমখানায় দান করে দেওয়া হয়েছে।

 গতকাল ৩১শে অক্টোবর সকাল থেকে রাত ৮টা পর্যন্ত জেলার পদ্মা নদীর পাংশা উপজেলার হাবাসপুর থেকে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট পর্যন্ত ৫৭ কিলোমিটার অংশে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের অভিযানে এসব জেলেদের আটক ও উল্লেখিত জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়।

 রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোস্তফা আল রাজীব বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে আটক ৬ জেলেকে ৪ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২শ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দকৃত ২ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ও জব্দকৃত ১৭৫ কেজি ইলিশ এতিমখানায় দান করা হয়।

 তিনি আরো বলেন, আগামী ৩রা নভেম্বর পর্যন্ত আমাদের এই অভিযান চলবে।

 অভিযানে ফরিদপুর অঞ্চলের নৌপুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোস্তফা আল রাজীব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ ও দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন তুহিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে রিভলবার ও গুলিসহ ১ব্যক্তি গ্রেফতার
 রাজবাড়ী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষার ৩য় দিনের ইভেন্ট সম্পন্ন
দৌলতদিয়ায় ফারুক হত্যা মামলার প্রধান আসামী রিপন ফকির সহোদরসহ গ্রেফতার
সর্বশেষ সংবাদ