ঢাকা বুধবার, নভেম্বর ৬, ২০২৪
রাজবাড়ী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষার ৩য় দিনের ইভেন্ট সম্পন্ন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১০-৩১ ১৫:৪৪:৩২

 রাজবাড়ীতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগের জন্য মাঠ পর্যায়ের দ্বিতীয় দিনের বাছাইকৃত যোগ্য প্রার্থীদের তৃতীয় দিনের ইভেন্ট ‘‘পুরুষ ১৬০০ মিটার এবং নারী ১২০০ মিটার দৌড়, ড্র্যাগিং এবং রোপিং” পরীক্ষা গতকাল ৩১শে অক্টোবর পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে।

 রাজবাড়ী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীনের সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের অফিসার-ফোর্স স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠভাবে তৃতীয় দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন। 

 এ সময় নিয়োগ কার্যক্রমে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(এসপি) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, পুলিশ হেডকোয়ার্টারসের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান, গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) লুতফুল কবীর চন্দন, মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন রশীদ, রাজবাড়ী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব, সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) দেবব্রত সরকারসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য তৃতীয় দিন শেষে উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১৭ই নভেম্বর সকাল ১০টায় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ গণির  পরিবারের খোঁজ নিলেন রাজবাড়ীর নতুন ডিসি
রাজবাড়ী থেকে চুরি হওয়া স্বর্ণ ধামরাই থেকে উদ্ধার॥গ্রেপ্তার-৩
রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসকের সাথে   এনজিও ফেডারেশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ
সর্বশেষ সংবাদ