ঢাকা শনিবার, জুলাই ১৯, ২০২৫
রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে রিভলবার ও গুলিসহ ১ব্যক্তি গ্রেফতার
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-১০-৩১ ১৫:৪৪:৫৮

রাজবাড়ী শহরের সজ্জনকান্দা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় সড়কের একটি বাসায় গতকাল ৩১শে অক্টোবর বিকেলে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ মোঃ তারেক শেখ(২৮) নামের ১জনকে গ্রেফতার করেছে। 

 গ্রেফতারকৃত তারেক শেখ রাজবাড়ী শহরের উত্তর ভাবানীপুর গ্রামের মোঃ খোকন শেখের ছেলে। 

 জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা শহরের সজ্জনকান্দার রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় সড়কের রুবিয়া ভবনের চতুর্থ তলা বিশিষ্ট একটি বাড়ির ছাদের চিলেকোঠায় ভাড়াকৃত বাসায় অভিযান পরিচালনা করে অস্ত্রধারী তারেক শেখকে একটি লোহার তেরী বাট ছাড়া লম্বা ৬.৭৫ ইঞ্চি রিভলবার ও ২রাউন্ড রিভলবারের গুলিসহ গ্রেফতার করা হয়।

 এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব বলেন, যৌথ বাহিনীর সদস্যরা অভিযান তারেক শেখের রুমের বিছানার নিচ থেকে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করে। এ বিষয়ে রাজবাড়ী থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

 

 

রাজবাড়ীতে গণহত্যার বিচারের দাবিতে গণঅধিকার পরিষদের গণ পদযাত্রা
কোটা সংস্কার আন্দোলনে শহীদ সাগর আহমেদের ১ম শাহাদাত বার্ষিকী পালিত
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূতিতে রাজবাড়ী জেলা বিএনপি’র মৌন মিছিল
সর্বশেষ সংবাদ