ঢাকা সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
রাজবাড়ী পৌর যুবদলের ৩নং ওয়ার্ডের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-০১ ১৫:৪৮:৪৩

 রাজবাড়ী পৌর যুবদলের আয়োজনে ১লা নভেম্বর বিকেলে বিনোদপুরে ৩নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। 

 কর্মী সমাবেশে পৌর যুবদলের আহবায়ক সামসুল আলম রানার সভাপতিত্বে ও পৌর যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ গিটারের সঞ্চালনায় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবি এম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, জেলা যুবদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক খায়রুল আনাম বকুল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডঃ নেকবর হোসেন মনি, সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, যুগ্ম-আহবায়ক মোনোয়ার হোসেন মিন্টু, এস এম কাওসার মাহমুদ, সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, রাজবাড়ী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খাইরু, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওহেদুল আক্তার মিন্টু, বিনোদপুর ৩নং ওয়ার্ড শ্রমিক দলের নেতা আব্দুস সালাম, ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শহীদ শেখ, ৩নং ওয়ার্ডের নেতা আরাফাত হোসেন, পৌর যুবদলের ৩নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। 
 এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক এ মজিদ বিশ্বাস, সদস্য রইচ উদ্দিন ডিউকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
 বক্তরা বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমরা এখানে সবাই একসাথে বসতে পেরেছি। সবার সাথে কথা বলতে পারছি। এই বিনোদপুর ৩নং ওয়ার্ড  ছিল বিএনপির ঘাটি। তবুও আমরা বিএনপির নেতাকর্মীরা এসসাথে বসতে পারতাম না, কোন প্রোগ্রাম করতে পারতাম না। স্বাধীনভাবে চলতে পারতাম না। ঘরে থাকতে পারিনি আমরা। পুলিশ থেকে শুরু করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সবসময় প্রতিটা প্রোগ্রামে বাঁধা দিয়েছে। দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা, হামলা দিয়ে হয়রানী করেছে। আজ ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ পুনরায় স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের লোকজন লুটপাট করে বিএনপির ঘাড়ে চাঁপাতে অপপ্রচার চালাচ্ছে। সন্ত্রাসী আওয়ামী লীগের নেতাকর্মী আমাদের ওপর যেভাবে অত্যাচার করেছে তার থেকে বেশী আমরাও পারতাম অত্যাচার করতে। কিন্তু আমরা তা করি নাই। আমাদের প্রতিটা নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

 

সামাজিক সম্প্রীতি যাতে কোনভাবেই কলুষিত না হয় সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে------জেলা প্রশাসক
জুলাই বিপ্লবে আহতদের তালিকা যাচাই বাছাইকরণ সভা অনুষ্ঠিত
রাজবাড়ীতে হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ