ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে সংখ্যালঘুদের ৮ দফা দাবী বাস্তবায়নে সমাবেশ ও বিক্ষোভ মিছিল
  • সুজন কুমার বিষ্ণু
  • ২০২৪-১১-০২ ১৫:৪৭:৪৯

 রাজবাড়ীতে সংখ্যালঘুদের ৮দফা দাবী বাস্তবায়ন, জাতিসংঘের তত্ত্বাবধানে সাম্প্রদায়িক সহিংসতার তদন্ত, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডঃ রানা দাশ গুপ্তসহ বিভিন্ন জেলায় নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

 গতকাল ২রা নভেম্বর বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও সংখ্যালঘু ঐক্যমোর্চার ব্যানারে ঘন্টাব্যাপী এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

 সমাবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক নির্মল চক্রবর্তীর সভাপতিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ সমির কুমার দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য  অধ্যক্ষ সুশীল দত্ত তাপস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী পৌর শাখার সভাপতি এ্যাডঃ গৌতম বসু, গোয়ালন্দ উপজেলার সভাপতি সুশীল কুমার রায়, পূজা উদযাপন পরিষদের পাংশা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিটন কুমার বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলার সহ-সভাপতি নিতিশ মন্ডল, হরিজন ঐক্য পরিষদের অন্যতম নেতা উত্তম কুমার দাস ও রতন কুমার দাস প্রমুখ বক্তব্য রাখেন।  এসময় বিভিন্ন সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 সমাবেশে বক্তারা বর্তমান সরকারের কাছে সকল মিথ্যা মামলা প্রত্যাহার, সংখ্যালঘু নির্যাতন বন্ধ করাসহ সংখ্যালঘুদের ৮দফা  বাস্তবায়নের দাবী জানান।

 ৮দফা দাবীনামার মধ্যে রয়েছে- সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, অর্পিতসম্পত্তি প্রত্যার্পণ আইনের যথাযথ প্রয়োগে যাবতীয় আমলাতান্ত্রিক বাধা অপসারণ করে ট্রাইব্যুনালের রায়ের আলোকে জমির মালিকানা ও দখলভুক্তভোগীদের বরাবরে অনতিবিলম্বে প্রত্যার্পণ, জনসংখ্যার আনুপাতিক হারে সরকারে, সংসদে, জনপ্রতিনিধিত্বশীল সকল সংস্থায় অংশীদারিত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণে আইন প্রণয়ন, বৈষম্যবিলোপ আইন প্রণয়ন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন এবং তিন পার্বত্য জেলা পরিষদ আইন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইনের যথাযথভাবে কার্যকরীকরণ, হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপুজোয় অষ্টমী থেকে দশমী ৩দিন, বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমায় ১দিন ও খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে’তে ১দিন সরকারী ছুটি ঘোষণা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ