ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
বালিয়াকান্দি দুর্গাপূজার মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-১০-২৫ ১৪:১৭:৫৫
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম গতকাল ২৫শে অক্টোবর সন্ধ্যায় বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরের দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম গতকাল ২৫শে অক্টোবর সন্ধ্যায় বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরের দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেন। 

  জেলা প্রশাসক পূজা মন্ডপে গিয়ে পৌঁছালে মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান। পরিদর্শনকালে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, সহকারী কমিশনার(ভূমি) এস.এম আবু দারদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, বালিয়াকান্দি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম গোপাল চট্টোপাধ্যায়, বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি নিরুপম চৌধুরী ও সাধারণ সম্পাদক পিযুষ কর প্রমুখ উপস্থিত ছিলেন।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ