রাজবাড়ী জেলার গোয়ালন্দে ৫০০ গ্রাম গাঁজাসহ আলেক মালত(৬৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি।
গত ৪ঠা নভেম্বর বিকেলে গোয়ালন্দ উপজেলার সোহরাব মন্ডল পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক আলেক মালত গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সোহরাব মন্ডল পাড়া গ্রামের মৃত নৈয়মুদ্দিন মালতের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান জানান, গত ৪ঠা নভেম্বর বিকেল ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে সোহরাব মন্ডলপাড়া এলাকার বাবু শেখের দোচালা টিনের ঘরের সামনে পাকা রাস্তার উপর থেকে আলেক মালতকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার অবৈধ বাজার মূল্য ৩০ হাজার টাকা। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় আলেক মালতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।