রাজবাড়ীতে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২৫ এর আওতায় জেলা স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৫ (বালক-বালিকা) মাসব্যাপী ফুটবল ও এ্যাথলেটিকস প্রশিক্ষণের সমাপনীতে গতকাল ২১শে মে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রের শাহেদ খান এবং বিশেষ অতিথি হিসেবে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল বক্তব্য রাখেন।
জানা গেছে, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২৫ এর আওতায় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গত ২৩শে এপ্রিল ফুটবল ও ৩০শে এপ্রিল ৪০জন প্রশিক্ষনার্থীকে ২১টি সেশনে মাসব্যাপী বিনামূল্যে এ্যাথলেটিকস প্রশিক্ষণ দেওয়া হয়। মাসব্যাপী প্রশিক্ষণ শেষে প্রত্যেক শিক্ষার্থীকে জার্সি ও সনদপত্র বিতরণ করা হয়।