ঢাকা বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
বসন্তপুরের রুপল হত্যা মামলায় আরো ১জন আসামী বোয়ালমারী থেকে গ্রেপ্তার
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৫-২১ ১৪:৪৪:১২

 রাজবাড়ী সদর উপজেলার রাজাপুরে মিথ্যা চুরির অপবাদ দিয়ে ডেকে নিয়ে ভ্যান চালক ও দিন মজুর রুপল শেখ(২৭) হত্যা মামলায় আবির হোসেন ওরফে অন্তর বিশ্বাস(১৭) নামে আরও এক আসামীকে থানা পুলিশ গতকাল ২১শে মে ভোর ৫টার দিকে ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। এ হত্যা মামলায় পুলিশ মোট ৫ জন আসামী গ্রেপ্তার করেছে।
 গ্রেপ্তারকৃত আবির হোসেন ওরফে অন্তর বিশ্বাস সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের রিপন বিশ্বাস ওরফে কচি বিশ্বাসের ছেলে। এছাড়াও এ মামলায় ইতিপূর্বে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের রুকমান বিশ্বাসের ছেলে জহিরুদ্দিন বিশ্বাস(৬৫), মৃত ফেলু বিশ্বাসের ছেলে মৈজদ্দি বিশ্বাস(৫৫), ফরহাদ বিশ্বাস(৪৫) ও আব্দুল খালেক মোল্লার ছেলে ও মুন্নু মোল্লা(৫০) গ্রেপ্তার রয়েছে।
 মামলার সূত্রে প্রকাশ, গত ১৬ই মে বিকালে মোবাইলে প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ ও চুরির অপবাদ দিয়ে স্থানীয় শ্যাম বিশ্বাসের বাড়ীর আঙিনায় পিটিয়ে হত্যা করা হয় রাজাপুর গ্রামের ভ্যান চালক দিনমজুর রুপল শেখ(২৭)কে। এ ঘটনায় ওইদিন রাতেই রুপলের মামা কালাম মোল্লা বাদী হয়ে ১০জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে।
 এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফরিদপুরের বোয়ালমারি উপজেলার এলাকায় অভিযান পরিচালনা করে রুপল শেখ হত্যাকান্ডে জড়িড মোঃ আবির হোসেন ওরফে অন্তর বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে আদালতের পাঠানো হয়েছে।
 তিনি আরও বলেন, এর আগে গত ১৭ই মে ভোরে মামলার চার আসামীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ। এখন পর্যন্ত মামলায় ৫জন আসামী গ্রেপ্তার রয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
 

 

আওয়ামী লীগ ১৭ বছর হিন্দুদের নিরাপত্তা দিতে পারে নাই ঃ খৈয়ম
রাজবাড়ীতে জাতীয় চ্যাম্পিয়নশীপ শহীদ মুগ্ধ অঞ্চলের ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র
রাজবাড়ীতে ১২০ টাকায় আবেদন করে যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেল ১৫জন
সর্বশেষ সংবাদ