ঢাকা সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
পাংশার কৃষক লীগ নেতা নাদের মুন্সী হত্যা মামলার প্রধান আসামী মুনজুর আত্মসমর্পণ
  • আশিকুর রহমান
  • ২০২৪-১১-০৫ ১৪:৫৩:২২

 রাজবাড়ী জেলা কৃষক লীগের সভাপতি ও পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সী নাদের হোসেন(৬৫) হত্যা মামলার প্রধান আসামী মনজুর মিয়া ওরফে মুনজু(৪২) আদালতে আত্মসমর্পণ করেছে।

 গতকাল ৫ই নভেম্বর সকাল ১১ টার দিকে তিনি আইনজীবীর মাধ্যমে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালতের বিচারক সিরাজ জান্নাত তার জামিন নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

 মুনজু পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মতিয়ার মিয়ার ছেলে। মুন্সী নাদের হোসেনও একই গ্রামের বাসিন্দা ছিলেন।

 আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২১শে নভেম্বর সকাল পৌনে ৮টার দিকে কাচারীপাড়া বাজারের পাশে মুন্সী নাদের হোসেনকে গুলি করে চিহ্নিত সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাকে সকাল ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মারা যান তিনি। এ ঘটনায় ২৩শে নভেম্বর মুন্সী নাদের হোসেনের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মুন্সী বাদী হয়ে মনজুর মিয়া ওরফে মুনজুকে প্রধান আসামী করে ১০ জনের বিরুদ্ধে পাংশা থানায় হত্যা মামলা দায়ের করে। 

 পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফরিদপুর কার্যালয়ের পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান মামলাটি তদন্ত করে ২০২১ সালের ১৩ই মে আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করে। অভিযোগপত্রে মনজুর মিয়া ওরফে মুনজুকে অভিযুক্ত করা হলেও বাকী আসামীদের মামলা থেকে অব্যাহতি দেয়ার আবেদন করা হয়। আসামী মনজুর মিয়া ওরফে মুনজু দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল ৫ই নভেম্বর আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।

 

রাজবাড়ীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ফের পেঁয়াজ বীজ বিতরণ
 বালিয়াকান্দিতে নবাগত ইউএনও’র সাথে কর্মকর্তা ও সাংবাদিকদের মতবিনিময় সভা
পাংশা উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্য পুনরায় পেঁয়াজের বীজ বিতরণ
সর্বশেষ সংবাদ