রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা বিএনপির আয়োজনে গতকাল ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
সকালে কালুখালী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। পরে একটি বিশাল র্যালী বের করা হয়। র্যালীটি কালুখালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে পাংশা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে.এম আইনুল হাবীবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লায়ন এডঃ আব্দুর রাজ্জাক খাঁন।
সভায় অন্যান্যের মধ্যে হাইকোর্টের ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ.এস.এম মোক্তার কবীর খান নান্নু, রাজবাড়ী জেলা বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম মুজাহিদ ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুরুজ আলী মুন্সী প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও কালুখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোসলেম উদ্দিন মিঞা, শাহজাহান আলী মাষ্টার, বিএনপি নেতা হাসমত আলী, বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউর রহমান জিরু, কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব ডাঃ জাকির হোসেন, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাহাদাত হোসেন সাইফুল, রতনদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি হানিফ মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ হাসেম আলী মোল্লা, কালিকাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি গোলাম আজম, বোয়ালিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর সরদার, ফিরোজ রহমান টিটো মোল্লা, যুবদল নেতা রফিকুল ইসলাম রনি, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আকলীমা খাতুন, মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কে.এম নঈমুল হক, সাওরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্কাছ আলী, ছাত্র নেতা আসাদ মোল্লাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।