ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
গোয়ালন্দে ইলিশ রক্ষা অভিযানে আটক ৭ জেলের ১০দিনের জেল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১০-২৫ ১৪:২৪:৩১
চলমান ইলিশ রক্ষা অভিযানে গতকাল ২৫শে অক্টোবর পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলা এলাকায় পরিচালিত অভিযানে আটককৃত ৭ জন জেলেকে ১০ দিন করে কারাদন্ড প্রদান এবং জব্দকৃত ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় -মাতৃকণ্ঠ।

 চলমান ইলিশ রক্ষা অভিযানের ১২তম দিনে গতকাল ২৫শে অক্টোবর পদ্মা নদীর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা এলাকায় পরিচালিত অভিযানে আটককৃত ৭ জন জেলেকে ১০ দিন করে কারাদন্ড প্রদান, উদ্ধারকৃত ১৫ কেজি ইলিশ মাছ এতিমখানায় প্রদান এবং জব্দকৃত ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 
  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম। 
  মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুবল বোস মনি, রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পালসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ এবং পুলিশ, নৌ-পুলিশ ও আর্মড ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।    

 

পাংশা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় ভূক্তভোগীদের অভিযোগ
সর্বশেষ সংবাদ