ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
গোয়ালন্দে ইলিশ রক্ষা অভিযানে আটক ৭ জেলের ১০দিনের জেল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১০-২৫ ১৪:২৪:৩১
চলমান ইলিশ রক্ষা অভিযানে গতকাল ২৫শে অক্টোবর পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলা এলাকায় পরিচালিত অভিযানে আটককৃত ৭ জন জেলেকে ১০ দিন করে কারাদন্ড প্রদান এবং জব্দকৃত ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় -মাতৃকণ্ঠ।

 চলমান ইলিশ রক্ষা অভিযানের ১২তম দিনে গতকাল ২৫শে অক্টোবর পদ্মা নদীর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা এলাকায় পরিচালিত অভিযানে আটককৃত ৭ জন জেলেকে ১০ দিন করে কারাদন্ড প্রদান, উদ্ধারকৃত ১৫ কেজি ইলিশ মাছ এতিমখানায় প্রদান এবং জব্দকৃত ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 
  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম। 
  মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুবল বোস মনি, রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পালসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ এবং পুলিশ, নৌ-পুলিশ ও আর্মড ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।    

 

মিজানপুর ইউপি চেয়ারম্যান টুকু মিজির ছেলে জয় মিজি গ্রেফতার
পাংশা শিল্পকলা একাডেমির পরিচালনায় দায়িত্বে সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম
পাংশার পাট্টায় অষ্টাদশ পল্লী সার্বজনীন পাগলের আশ্রমে রাধা গোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন
সর্বশেষ সংবাদ