ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
নারুয়ায় ছাত্র আন্দোলনে নিহত শহীদ সাগরের পরিবারের খোঁজ নিলেন ডিসি
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-০৭ ১৪:৫৪:০৩

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামে গতকাল ৭ই নভেম্বর দুপুর ১২টার দিকে শহীদ সাগরের কবর জিয়ারত ও তার বাড়ীতে গিয়ে পরিবারের খোঁজ খবর নিয়েছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

 এ সময় জেলা প্রশাসক শহীদ পরিবারকে নগদ ২০ হাজার টাকার সরকারী অনুদান দেন। এছাড়াও শহীদ সাগরের মা গোলাপী বেগমের জন্য শাড়ী, বাবা তোফাজ্জল হোসেনের জন্য পাঞ্জাবী এবং বোনের জন্য নতুন পোশাক উপহার হিসেবে নিয়ে যান জেলা প্রশাসক। সাথে ছিল বিভিন্ন ধরনের সুস্বাদু ফলও।

 শহীদ সাগরের মা গোলাপী বেগম বলেন, জেলা প্রশাসক আজ এসেছিলেন আমাদের বাড়ীতে। উনি আমাদের যে কোন দরকারে উনাকে জানাতে বলেছেন এবং পাশে থাকার ওয়াদা করেছেন।

 শহীদ সাগরে পিতা তোফাজ্জল হোসেন বলেন, আমার ছেলে শহীদ সাগরের কবর জিয়ারত করার সময় আমি পুরো কবরস্থানের চারদিকে বাউন্ডারী ওয়াল করার দাবী জানিয়েছিলাম ডিসির কাছে। আমার কথা শুনে জেলা প্রশাসক  তৎক্ষণাৎ আমাকে জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করতে বলেন এবং বিষয়টি দ্রুত বিবেচনার আশ্বাস দেন।

 এ সময় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান, সহকারী কমিশনার(ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম বারি, সহকারী কমিশনার অংকন পাল ও বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য, গত ১৯শে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে রাজধানীর মিরপুর গোলচত্ত্বরে গুলিতে শহীদ হয় সাগর। সাগর সরকারী বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ