বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী পৌরসভা শাখার আয়োজনে গতকাল ৮ই নভেম্বর সকালে রাজবাড়ী সদর উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও পৌর আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট মোঃ নুরুল ইসলাম বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে বালিয়াকান্দি উপজেলা জামায়াতের আমীর মাওলানা আঃ হাই জোয়াদ্দার, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ সৈয়দ আহম্মদ খান, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন, ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল এরশাদ মুহাম্মদ সিরাজুম মুনির, পাংশা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম, রাজবাড়ী পৌর জামায়াতে ইসলামীর ৪নং ওয়ার্ডের সভাপতি মাওলানা এ.বি.এম শফিকুল্লাহ, মাওলানা সিয়াম হোসেন, রাজবাড়ী জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু সাইয়িদ তাইয়্যেবী, রাজবাড়ী জেলা ইমাম কমিটির সেক্রেটারী মাওলানা মোঃ মোফাজ্জেল হোসেন আব্বাসী, দাদশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফেজ লোকমান হোসেন ও রাজবাড়ী জেলা ইমাম কমিটির সাবেক সভাপতি মাওলানা আব্দুল হালিম বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট মোঃ নুরুল ইসলাম বলের, রাজবাড়ীতে কোরআন ও সুন্নাহর প্রচার কার্যক্রমকে আরও এগিয়ে নিতে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে সকল আলেমদেরকে একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করতে জেলা পর্যায়ে বড় আকারের সম্মেলনের আয়োজন করা হবে। এই পরিকল্পনার মাধ্যমে ইসলামী শিক্ষা ও আদর্শের প্রচারকে আরও সুসংগঠিত এবং শক্তিশালী হবে।
ইসলামী মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের প্রচার এবং সমাজে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান জেলা জামায়াতের আমীর এডঃ মোঃ নুরুল ইসলাম।