ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
মানবিক আবেদন|| চোখে ক্যান্সারে আক্রান্ত শিশুকে বাঁচাতে অসহায় পিতার আকুতি
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-০৯ ১৩:২৪:১৪

তিন বছরের শিশু স্বাধীন মন্ডল। এই বয়সে শিশুটির যখন বাবা-মায়ের আদর-যতেœ বড় হওয়ার কথা। কিন্তু মরণব্যাধি রেটিনা ক্যান্সার তাকে আটকে রেখেছে হাসপাতালের বিছানায়। জন্মের দুই/তিন মাস পর থেকেই “রেটিনোব্লাস্টোমা” নামক ক্যান্সারে আক্রান্ত শিশু স্বাধীন। বর্তমানে শিশু স্বাধীন ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 শিশু স্বাধীন মন্ডল রাজবাড়ী সদর উপজেলা দাদশী ইউনিয়নের ছোট নূরপুর গ্রামের আনোয়ার হোসেন মন্ডল ও শমতা খাতুন দম্পতির ছেলে। স্বাধীনের পিতা আনোয়ার মন্ডল রাজমিস্ত্রীর হেলপারের কাজ করে।
 শিশু স্বাধীনের বাবা আনোয়ার হোসেন মন্ডল বলেন, স্বাধীনের জন্মের দুই/তিন মাস পর ওর ডান চোখের সমস্যা ধরা পড়ে। রাজবাড়ীতে আমরা প্রাথমিক চিকিৎসা করালেও কোন সুফল পাইনি। পরবর্তীতে আমরা স্বাধীনকে ফরিদপুর নিয়ে গিয়ে চিকিৎসা করাই। কিন্তু সেখানেও কোন সুফল না পেলে আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাই। ঢাকায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক জানান তার ডান চোখে টিউমার থেকে ক্যান্সার হয়ে গেছে। পরবর্তীতে চিকিৎসক অপারেশন করে ডান চোখ তুলে ফেলে। কিন্তু ডান চোখ থেকে এখন বাম চোখেও ক্যান্সার ধরে গেছে। এই বাম চোখ ঠিক রাখার জন্য এখন উন্নত চিকিৎসার প্রয়োজন। এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন।
 তিনি বলেন, আমি আমার একমাত্র ছেলের চিকিৎসা করিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে চাই। এজন্য চিকিৎসা বাবদ কয়েক লক্ষ টাকার প্রয়োজন। যা আমার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। কারণ এরই মধ্যে চিকিৎসা বাবদ আমাদের আর্থিক সামর্থ্যের সবটুকু দিয়ে দিয়েছি। তাই এই অসহায় বাবা তার ছেলে স্বাধীনের প্রাণ বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন।
 তিনি আরও বলেন, আমার ছেলের চিকিৎসার জন্য আমি সরকার থেকে ৫০ হাজার টাকার অনুদান পেয়েছিলাম। কিন্তু গত ৫ই আগস্ট সরকার পতনের পর বিভিন্ন জটিলতার কারণে আমি সেই চেকের টাকা এখনো তুলতে পারি নাই। এ বিষয়ে আমি জেলা প্রশাসক স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। এই অনুদানের টাকা পেলে কিছুটা হলেও আমার উপকার হবে।
 সাহায্য পাঠানোর ঠিকানা ও নম্বর- হিসাবের নাম ঃ আনোয়ার হোসেন মন্ডল, হিসাব নম্বর ঃ ২২১২৯০১০১৬৯২২, সোনালী ব্যাংক পিএলসি, রাজবাড়ী সদর উপজেলা শাখা, রাজবাড়ী, মোবাইল ব্যাংকিং-স্বাধীনের পিতা ০১৭৭০-৪৭৭৯১৪ (বিকাশ) পারসোনাল।
 যোগাযোগের ঠিকানা ঃ আনোয়ার হোসেন মন্ডল। ঠিকানা ঃ ছোট নূরপুর, দাদশী ইউনিয়ন, রাজবাড়ী সদর। মোবাইল ঃ ০১৭৭০-৪৭৭৯১৪।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ