ঢাকা সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
রাজবাড়ীতে আ’লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপি’র মোটর সাইকেল শোডাউন কর্মসূচী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-১০ ১৪:৪৯:০৪

 রাজবাড়ীতে আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিহত করতে গতকাল ১০ই নভেম্বর দুপুরে মোটর সাইকেল শোডাউন ও দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচী পালন করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্র্মরা।

 জেলা বিএনপির কার্যালয় থেকে মোটর সাইকেল শোডাউন বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। 

 মোটর সাইকেল শোডাউন শেষে জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট লিয়াকত আলী বাবু সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

 এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু, জেলা বিএনপির নেতা আব্দুস সালাম মিয়া, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহীনুর রহমান শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান লিখন, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেকসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 এডঃ লিয়াকত আলী বাবু বলেন, গত ৫ই আগস্ট খুনি শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সকল দোসর পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই পালানো দোসরগুলো এখন ভারতের মাটিতে বসে ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করছে। তারা এই দেশের রাজনীতিতে আবার বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন দলের সাথে আন্দোলন করে এই দেশে এই মাটিতে আবার নামার চেষ্টা করছে আমরা খবর পেয়েছি। যদিও আওয়ামী লীগের সেই শক্তি আর নেই। আওয়ামী লীগ কখনো মাঠে থাকতে পারে নাই পুলিশ ছাড়া। আওয়ামী লীগ কখনো জাতীয়তাবাদীর শক্তির সাথে পুলিশ ছাড়া খালি হাতে মোকাবেলা করতে পারে নাই। 

 তিনি আরও বলেন, গণতন্ত্রের পরিবেশে এই দেশে সরকার গঠন হবে। আমাদের নেতা তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরে আসছেন। আমরা মাঠে আছি, মাঠে ছিলাম এবং মাঠে থাকবো। আওয়ামী লীগের সন্ত্রাসীরা মাঠে নামলে এবার ছাড় হবে না। আপনারা হত্যাকারী, আপনারা লুটপাট কারী, আপনারা খুনি। খুনিদের এই দেশে জায়গা হবে না। আমরা সকলে মিলে এই ষড়যন্ত্রকারীর প্রতিহত করবো।

 

সামাজিক সম্প্রীতি যাতে কোনভাবেই কলুষিত না হয় সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে------জেলা প্রশাসক
জুলাই বিপ্লবে আহতদের তালিকা যাচাই বাছাইকরণ সভা অনুষ্ঠিত
রাজবাড়ীতে হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ