রাজবাড়ী পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার নবাগত উপ-পরিচালক মল্লিকা দে।
গত ১০ই নভেম্বর সকালে তিনি রাজবাড়ী পৌরসভায় এসে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর তিনি পৌরসভার কর্মকর্তাবৃন্দ ও শাখা প্রধানগণের সাথে মতবিনিময় করেন।
এ সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ তায়েব আলী, নির্বাহী প্রকৌশলী এ এইচএস মোহাঃ আলী খান, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নজরুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী পৌরসভার নতুন প্রশাসক মল্লিকা দে আগামী দিনে রাজবাড়ী পৌরসভাকে সঠিকভাবে পরিচালনা এবং সম্মানীত পৌরবাসীর প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহবান জানান।
উল্লেখ্য, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতুকে অপসারণের পর গত ২১শে আগস্ট সকালে পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও স্থানীয় সরকার শাখার ভারপ্রাপ্ত উপ-পরিচালক সিদ্ধার্থ ভৌমিক। তিনি গত ২১শে আগস্ট থেকে ৯ই নভেম্বর পর্যন্ত রাজবাড়ী পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বে ছিলেন।