জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহকে হত্যার হুমকির প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন করেছে শিক্ষকরা। গতকাল ১১ই নভেম্বর শহরের ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) চৌধুরী আহসানুল করিম হিটু, বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক কাউসার হামিদ, অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন রাজবাড়ী ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, কলেজ শাখার সদস্য মোঃ সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় কলেজের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম আমানুল্লাহ দায়িত্ব নেওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে ইতোমধ্যেই উদ্যোগ নিয়েছেন। বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে জটিলতা দূরীকরণ, বিগত সময়ের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে গভর্নিং বডি গঠনসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।
বক্তারা আরও বলেন, উপাচার্যের এসব সময়োপযোগী উদ্যোগের ফলে অধিভুক্ত শিক্ষা-প্রতিষ্ঠানগুলো যখন সুফল পেতে শুরু করেছে, ঠিক সেই সময় একটি স্বার্থান্বেষী মহল এ সংস্কার ও সার্বিক উন্নয়ন কার্যক্রমকে ব্যর্থ করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে হত্যার হুমকিদাতাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবী করেন বক্তারা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা।