ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বহরপুর বাজারে টিনের চাল খুলে সার ও কীটনাশকের দোকানে চুরি
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-১৩ ১৪:১০:১৫

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে সার ও কীটনাশকের দোকানে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরেরা ওই দোকানের উপরে টিনের চাল খুলে ভিতরে ঢুকে বিভিন্ন জাতের পেঁয়াজের বীজ নিয়ে গেছে। এ ঘটনায় ওই দোকানদারের প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গত ১২ই নভেম্বর দিবাগত রাতে বহরপুর বাজার এলাকায় মেসার্স কৃষি হাসপাতাল নামক দোকানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গতকাল ১৩ই নভেম্বর দুপুরে বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তোভোগী আব্দুল মান্নান খান। 

ভুক্তোভোগী আব্দুল মান্নান খান বলেন, গত ১১ই নভেম্বর রাত ১০ টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ী চলে যাই। সকালে দোকান খুলেই দেখি সব কিছু এলোমেলো। দোকানের ভেতরে গিয়ে দেখি উন্নত জাতের আড়াই মণ পেঁয়াজের বীজ নাই। পরে উপরে তাকিয়ে দেখি টিনের স্ক্রুপ খুলে ফাঁকা করা। মনে হচ্ছে চোর এই দিক দিয়ে দোকানের ভেতরে ঢুকে চুরি করছে। 

তিনি আরও বলেন, তিন বছর আগে আনসারের চাকরি ছেড়ে এসে এই দোকান করি। তিল তিল করে জমানো টাকা দিয়ে এই দোকান করেছিলাম। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম। 

এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, সংবাদ পেয়ে সকালেই চুরি হওয়া দোকানে গিয়েছিলাম। ক্ষতিগ্রস্ত আব্দুল মান্নান খান একটি লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত চলছে। আশা করছি দ্রুতই এ ঘটনায় জড়িতদের আটক করা সম্ভব হবে।

 

 

 

রাজবাড়ী সরকারী শিশু পরিবার ও মাদ্রাসায় কম্বল ফল নিয়ে ডিসি
রাজবাড়ীতে আইন-শৃঙ্খলা ও গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কিত সভা
 ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সাথে সাক্ষাতে রাজবাড়ীতে তাসনিম জারা
সর্বশেষ সংবাদ