জমকালো আয়োজনের মধ্য দিয়ে কাতারের রাজধানী দোহার মানচুরাতে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশী মালিকানাধীন সামিয়া রেস্টুরেন্টের দ্বিতীয় ব্রাঞ্চ।
গত ১৪ই নভেম্বর সন্ধ্যায় শুভ ফিতা কেটে রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ফয়সাল মাহমুদ সজন ও শরীফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা মুন্না খান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আকাশ মিডিয়া ভুবনের পরিচালক ই এম আকাশ, বিশিষ্ট ব্যবসায়ী শেখ উজ্জ্বল আহমদ, রাশেদুল ইসলাম রাসু, সাইফুল ইসলাম রিগান, সাজিম খান, সংস্কৃতি কর্মী রিয়াজ শাহজাহানসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
রেস্টুরেন্টের কর্তৃপক্ষরা জানান, ঘরোয়া পরিবেশে এখানে স্বাস্থ্যসম্মত খাবার পাওয়া যাবে ও অসহায় প্রবাসীদের জন্য থাকবে বিশেষ ছাড়।
উদ্বোধনের পরপর রেস্টুরেন্টে ভিড় জমায় প্রবাসী বাংলাদেশীসহ স্থানীয় এশিয়ার নাগরিকেরা।