রাজবাড়ী থানা পুলিশ গত ১৫ই নভেম্বর রাতে শহরের ১নং রেলগেট এলাকার ফুটওভার ব্রিজের উত্তর পাশের সিঁড়ির নিচ থেকে ৩৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৫৩ হাজার ৭শত টাকাসহ জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী মহির সরদার (৩৫)কে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত মহির সরদার রাজবাড়ী সদর উপজেলার চর লক্ষীপুর গ্রামের মৃত হাবিবুর রহমান সরদারের ছেলে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, গ্রেফতারকৃত মহির সরদার জিআর মামলায় সাজাপ্রাপ্ত ও জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। দীর্ঘদিন সে পলাতক ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী ১নং রেলগেটের ফুটওভার ব্রিজের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা, মাদক বিক্রির ৫৩ হাজার ৭০০ টাকা ও ৩ টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মহির সরদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ১৬ই নভেম্বর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।