ঢাকাস্থ পাংশা-কালুখালী উপজেলা সমিতির ৪৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গত ১৫ই নভেম্বর বিকেলে ঢাকার বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের অডিটোরিয়ামে সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে এ কমিটি গঠন করা হয়।
৯জন সার্চ কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার(এসবি’র) প্রধান অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামকে সভাপতি ও এনামুল হল মুরাদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, এন.এ.এম ইফতেখার রফিক, মোঃ আব্দুল হামিদ, মোঃ আইয়ুব আলী, ড. মোহাঃ নিহাল উদ্দিন, মোঃ আব্দুল কুদ্দুস মন্ডল, মোঃ মঞ্জুর কাদীর, এসএম আজিজুর রহমান, এডঃ তোফায়েল আহমেদ তোয়াহ, মিসেস নায়মা ইয়াসমিন, মোঃ মনিরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক কাজী খালেদ, মোঃ নাজমুল হাসান মিন্টু, মোঃ মোর্শেদ আলম মিলন, কোষাধ্যক্ষ মোঃ জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ রুহুল কবির, এস এম আমিনুর রহমান দিপু, প্রচার সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, এনামুল হক, দপ্তর সম্পাদক মোঃ আব্দুস সামাদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ হাবিউর রহমান, শিক্ষা-সাহিত্য-প্রকাশনা সম্পাদক মোঃ তুহিনুর রহমান, সাহায্য ও পুনর্বাসন সম্পাদক মোঃ সাইদুল ইসলাম(বাচ্চু), উন্নয়ন সম্পাদক মোঃ মেহেদি হাসান(রাসেল), মহিলা বিষয়ক সম্পাদক মিসেস সুরাইয়া বেগম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আবুল হোসেন, ছাত্র কল্যাণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বাবলু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী তানভীর আহমেদ, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রইচ উদ্দিন, নির্বাহী সদস্য মোঃ আমিন উদ্দিন, মোঃ কাহারুল হক রাকু, এম.এ বারী, প্রকৌশলী এটিএম শামসুজ্জামান, মোহাম্মদ জাকির হোসেন, মোঃ আব্দুল বারী, প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান আলী, মোঃ কায়সার আলী, মোঃ সিরাজুল ইসলাম, কাজী ওবায়দুল হক চন্দন, মোঃ মিজানুর রহমান মিলন, মোঃ ফারুখ হোসেন, মোঃ আজমীর হোসেন, একেএম বাচ্চু, মোঃ মিজানুর রহমান, মাহবুবুর রহমান ও মোঃ সাখাওয়াত হোসেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা কলেজের সাবেক উপাধ্যক্ষ অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ আকবর হোসেন।
এর আগে সমিতির সভাপতি খোন্দকার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনজুর কাদির, সহ-সভাপতি খোন্দকার রফিকুল ইসলাম, কোষাধক্ষ এনামুল হক মুরাদ, ইঞ্জিনিয়ার আলী মুর্তজা, গোলাম মহিউদ্দিন বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।