রাজবাড়ী শহরের বিনোদপুর গ্রামের বাসিন্দা ও ডাঃ আবুল হোসেন কলেজের শিক্ষার্থী তানভীর শেখ(১৯) হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও তাদের বিচারের দাবীতে গতকাল ১৭ই নভেম্বর দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ করেছে বন্ধুমহল ও সহপাঠীরা।
মানববন্ধন থেকে তানভীর হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়। বেলা ১১টায় তানভীরের বাসা থেকে মিছিল নিয়ে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বিনোদপুর ৩নং ওয়ার্ডের সর্বস্তরেরর জনগণ ও তানভীরের বন্ধুমহল ও সহপাঠীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে শ্লোগান সহকালে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসে বিক্ষোভকারীরা। এরপর সেখানে তারা কিছুক্ষণ অবস্থান কর্মসূচী পালন করে। পরে তানভীরের হত্যাকারীদের গ্রেপ্তার ও দোষীদের বিচার চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
বক্তারা বলেন, তানভীর ডাঃ আবুল হোসেন কলেজের শিক্ষার্থী। তাকে গত ১২ই নভেম্বর রাত ৯টার দিকে তার নিজ বসতবাড়ীর পাশ থেকে দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করে। এই হত্যাকান্ডে এখন পর্যন্ত পুলিশ মূল আসামীদের গ্রেপ্তার করতে পারেনি। আসামীদের পক্ষ থেকে তানভীরের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা অবিলম্বে তানভীর হত্যার বিচার চাই। আগামী ২৪ ঘন্টার মধ্যে তানভীর হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে বক্তারা তানভীরের হত্যাকারীদের ফাঁসির দাবী জানান।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে নিহত তানভীরের মা পপি আক্তার, বিনোদপুর ৩নং ওয়ার্ডের বাসিন্দা খাইরুল ইসলাম খায়রু, শামসুল আলম রানা, রাজবাড়ী পৌরসভার সংরক্ষিত নারী আসনের সাবেক কাউন্সিলর ফারজানা ইয়াসমিন ডেইজি, তানভীরের সহপাঠী মিরাজুল মাজীদ তূর্য ও তাহসীন বিন তামিমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ১২ই নভেম্বর রাত ৯টার দিকে রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর ৩নং ওয়ার্ডের সার্বজনীন দুর্গা মন্দির সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোঃ তানভীর শেখকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৩ই নভেম্বর নিহত তানভীরের মামা মোঃ আলম শেখ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ এজাহারনামীয় আসামী কাজল ও রহিম শেখকে গ্রেফতার করেছে।