রাজবাড়ীতে সাইবার নিরাপত্তা আইনের মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শহিদুল ইসলাম (২৮)কে গতকাল ১৮ই নভেম্বর সকালে সদর উপজেলার বাগমারা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত শহিদুল ইসলাম রাজবাড়ী সদর উপজেলার বাগমারা গ্রামের আলাল বেপারীর ছেলে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান বলেন, শহিদুল ইসলাম সাইবার নিরাপত্তা আইনের মামলায় ৩মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী। সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বাগমারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গতকাল ১৮ই নভেম্বর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।