রাজবাড়ী থানা পুলিশ গতকাল ১৯শে নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে শহরের ধুঞ্চি ২৮ কলোনী এলাকা থেকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী সুজন মল্লিক (৩০)কে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত সুজন মল্লিক পৌরসভার ১নং ওয়ার্ডের ধুঞ্চি ২৮ কলোনী এলাকার মৃত তমিজ উদ্দিন মল্লিকের ছেলে।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত সুজন মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী। তার বিরুদ্ধে ২০২১ সালের ৪ঠা সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা হয়। গতকাল ১৯শে নভেম্বর বিকেলে পৌরসভার ১নং ওয়ার্ডের ধুঞ্চি ২৮ কলোনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।