রাজবাড়ী পৌরসভার ৭নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা গতকাল ২২শে নভেম্বর বিকেলে শহরের নতুন বাজার বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়েছে।
কর্মী সভায় পৌর যুবদলের আহবায়ক শামসুল আলম খান রানার সভাপতিত্বে ও পৌর যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন আহম্মেদ গিটারের সঞ্চালনায় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, মোঃ আকমল হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও যুগ্ম সম্পাদক এ মজিদ বিশ্বাস, জেলা বিএনপির নেতা রবিউল ইসলাম রবি, সাবেক ছাত্র নেতা আব্দুল খালেক, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের আহ্বায়ক মোঃ খায়রুল আনাম বকুল, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মনোয়ার হোসেন মিন্টু, এসএম কাওসার মাহমুদ, জেলা যুবদলের নেতা গাজী মাসুদ, সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম খায়রু, প্রয়াত নেতা আফসার আলী সরদারের পুত্র আসাদ সরদার, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, পৌর যুবদল নেতা আসাদুজ্জামান সোহাগ, যুবদলের ৭নং ওয়ার্ড সভাপতি সুজন খান, সাধারণ সম্পাদক ছাব্বির মন্ডল, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, পৌর যুবদল নেতা সোহাগ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমরা এখানে সবাই একসাথে বসে কথা বলতে পারছি। আমরা বিএনপির নেতাকর্মীরা একসাথে বসতে পারতাম না, কোন প্রোগ্রাম করতে পারতাম না। স্বাধীনভাবে চলতে পারতাম না। ঘরে থাকতে পারিনি আমরা। পুলিশ থেকে শুরু করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সবসময় প্রতিটা প্রোগ্রামে বাঁধা দিয়েছে। দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা, হামলা দিয়ে হয়রানী করেছে। আজ ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ পুনরায় স্বাধীন হয়েছে। সন্ত্রাসী আওয়ামী লীগের নেতাকর্মী আমাদের ওপর যেভাবে অত্যাচার করেছে তার থেকে বেশী আমরাও পারতাম অত্যাচার করতে। কিন্তু আমরা তা করি নাই। এই বাংলার মাটিতে বিচার হবে স্বৈরাচার শেখ হাসিনার। সেই বিচার দেখবে বাংলার জনগণ। তার বিচার এমন হওয়া উচিত যেন তাকে দেখে কেউ আর আওয়ামীলীগ করতে না চায়।
বক্তারা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নতুন বাজার এলাকার উন্নয়নের রূপকার আফসার আলী সরদারের নামে নতুন বাজার এলাকায় স্মৃতিস্তম্ভ করার দাবী জানান।