ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-১১-২৩ ১৫:১৮:১৬

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে গতকাল ২৩শে নভেম্বর বেলা ১১টায় ইমাম কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
 উপজেলা ইমাম কমিটির আয়োজনে সাধারণ সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি আবুল হুসাইনের সঞ্চালনায় ও সাবেক সভাপতি মাওলানা জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইমাম কমিটির প্রধান নির্বাচন কমিশনার মাওলানা মাহবুবুর রহমান।
 অন্যান্যের মধ্যে জেলা ইমাম কমিটির বিশেষ নির্বাচন কমিশনার মাওলানা লুৎফর রহমান, গোয়ালন্দ পৌর ইমাম কমিটির সভাপতি মুফতি শামছুল হুদা, সাধারণ সম্পাদক মুফতি আজম আহমাদসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।
 সাধারণ সভা শেষে উপজেলা ইমাম কমিটি গঠন করা হয়। নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হন মাওলানা জালাল উদ্দিন, সহ-সভাপতি মুফতি শামসুল হুদা, মাওলানা তারিক বিল্লাহ, মাওলানা আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্রবাচিত হন মুফতি আবুল হুসাইন, সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মাওলানা আঃ হাকিম, মাওলানা শামসুল হক, মুফতি মুঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন হাফেজ আবু সাইদ, কোষাধ্যক্ষ পদে মাওলানা রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে হাফেজ আঃ মালেক, প্রচার সম্পাদক পদে ক্বারী আবু বকর, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পদে মাওলানা জহিরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক পদে মাওলানা খলিলুর রহমান, সদস্য পদে মুফতি আজম আহমাদ, মুফতি মনিরুজ্জামান, মাওলানা আজাদুর রহমান, হাফেজ শরিফুল ইসলাম, মুফতি রুহুল আমিন, মুফতি আঃ আজিজ, মাওলানা মিরাজুল ইসলাম ও হাফেজ মোঃ সেলিম নির্বাচিত হন।
 পরে জেলা ইমাম কমিটির প্রধান নির্বাচন কমিশনার নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান।

 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ