ঢাকা রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
রাজবাড়ী সদর উপজেলা ইমাম কমিটির নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-১১-২৩ ১৫:১৯:৫২

রাজবাড়ী সদর উপজেলার নবনির্বাচিত ইমাম কমিটির সদস্যদের শপথ গ্রহণ গতকাল ২৩শে নভেম্বর সন্ধ্যায় শহরের পান্না চত্ত্বর এলাকায় পালকি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

 সদর উপজেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনায় জেলা ইমাম কমিটির সভাপতি হাফেজ মাওলানা ইলিয়াস আলী মোল্লা, ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল এরশাদ মোঃ সিরাজম্মুনির, জেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মোফাজ্জল হোসেন আব্বাসী, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সৈয়দ আহম্মেদ, জেলা ইমাম কমিটির সহ-সভাপতি ও সদর উপজেলা ইমাম কমিটির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মাওলানা মোঃ মাহাবুবুর রহমান, জেলা ইমাম কমিটির সহ-সভাপতি মাওলানা আব্দুল খালেক, রহিমুন্নেছা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আলাউদ্দিন আজাদ, ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোস্তফা সিরাজুল কবির, জেলা ইমাম কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবু আইয়ুব আনসারী, গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা মোঃ জালাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন, দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার শেখ ও সদর উপজেলা ইমাম কমিটির নির্বাচন কমিশনার মাওলানা তৌহিদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

 অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা আব্দুল লতিফ।

 জেলা ইমাম কমিটির সভাপতি হাফেজ মাওলানা ইলিয়াস আলী মোল্লা বলেন, গত ৫ই আগস্টের আগে আমরা ইমামরা এভাবে কোন প্রোগ্রাম করতে পারেনি। আল্লাহ তা’আলা ইচ্ছায় আমরা আবার একত্রিত হতে পেরেছি। এজন্য আল্লাহ তাআ'লার দরবারে শুকরিয়া আদায় করছি। আমাদের এখন কোন বাঁধা বিপত্তি নেই। আজকে আমরা সদর উপজেলা ইমাম কমিটির নতুন নেতৃত্বের শপথ গ্রহণ অনুষ্ঠানে একত্রিত হয়েছি। আমাদের ইমামদের অনেক দায়িত্ব। নতুন যে কমিটি নির্বাচিত হয়েছে এই কমিটি তাদের সঠিক দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করবে।

 তিনি আরও বলেন, ইমাম কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আলেম-ওলামাদের বিপদ-আপদে পাশে থাকে। এছাড়াও সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে। কমিটিকে ইমামদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। সবাইকে ইসলামের সঠিক শিক্ষা নিতে হবে। উস্কানীমূলক কোন কাজ করা যাবে না। কমিটির যার যা দায়িত্ব তা সঠিকভাবে পালন করতে হবে।

 আলোচনা পর্বের শেষে নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান জেলা ইমাম কমিটির সহ-সভাপতি ও সদর উপজেলা ইমাম কমিটির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মাওলানা মোঃ মাহাবুবুর রহমান।

 

নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে : তারেক রহমান
যৌথ বাহিনীর অভিযানে বালিয়াকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা আজাদ গ্রেপ্তার
গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করতে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে---সাবেক এমপি খৈয়ম
সর্বশেষ সংবাদ