রাজবাড়ী জেলা বিএনপির প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ আসাদুজ্জামান লাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল ২৪শে নভেম্বর ভোর সাড়ে ৬টায় রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। স্ট্রোক জনিত কারণে তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আসাদুজ্জামান লাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ছিলেন। পেশাজীবনে তিনি ছিলেন একজন আইনজীবী। প্রবীণ নেতা দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। দুঃসময়ে তিনি রাজবাড়ী জেলা বিএনপির হাল ধরেছিলেন।
তার প্রথম নামাজের জানাযা একই দিন দুপুর পৌনে ১টায় রাজবাড়ীর আদালত চত্ত্বরে অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় নামাজে জানাযা দুপুর ২টায় রাজবাড়ী শহরের রেলওয়ে ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।
জানাযার পূর্বে দুপুর দেড়টায় রেলওয়ে মাঠে ঈদগাহ ময়দানে তার মরদেহে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
পরে নামাজে জানাযা শেষে নতুন বাজার পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। জানাযাতে ইমামতি করেন ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির। জানাযা শেষে রাজবাড়ীর নতুন বাজার পৌর কবরস্থানে তার দাফন করা হয়।
এর আগে শহীদ খুশি রেলওয়ে মাঠে মরদেহ আনা হলে এডঃ আসাদুজ্জামান লালকে নিয়ে স্মৃতিচারণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান কমিটির সদস্য নঈম আনসারী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী ওলামা দলের নেতা হাফেজ মওলানা মোঃ লোকমান হোসেন, সদর উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান মওলানা সৈয়দ আহম্মেদ, ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির প্রমূখ।
জানাযাতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ জেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।
রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বীর মুক্তিযোদ্ধা এডঃ আসাদুজ্জামান লাল দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। তার সন্তানেরা তাকে সুস্থ করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। তার সাথে আমাদের অনেক স্মৃতি। রাজনৈতিক তার কারণে তার সাথে আমার অনেক স্মৃতি। অনেক বিপদের মধ্যেও তিনি আমাদের একজন বন্ধু ছিলেন। অনেক দুঃসমেয়েও তিনি আমাদের পাশ থেকে চলে যাননি। লাল ভাই আমাদের হৃদয়ের গভীরে অবস্থান করে নিয়ে ছিলেন একজন নিষ্ঠাবান মানুষ হিসেবে। তিনি অনেক পরামর্শ দিয়েছেন। এই শহর থেকে যেই কয়জন প্রিয় মানুষ বিদায় নিয়েছেন তাদের মধ্যে লাল ভাই অন্যতম একজন মানুষ। তাকে আমরা আর রাজবাড়ীতে পাবো না। তিনি এসে আমাকে আর লিডার বলে ডাকবেন না। আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুক। আপনারা যদি কারো মনে কোন কষ্ট পেয়ে থাকেন আমার অনুরোধ আল্লাহর রস্তে তাকে মাফ করে দিবেন। আমরা সবাই তার জন্য দোয়া করব। তার সন্তানদের খেয়াল রাখবো। তার মৃত্যুেত জেলা বিএনপি শোকাহত।
এদিকে প্রবীণ এই নেতার মৃত্যুতে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী জেলা বিএনপি, জেলা বার এসোসিয়েশন, জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, জেলা জাসাস, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও জিয়া সাইবার ফোর্সসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন।