“প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন ও ফরিদপুর ওয়েলফেয়ার সেন্টারের যৌথ আয়োজনে গতকাল ২৫শে নভেম্বর দুপুরে কালেক্টরেটের সম্মেলন কক্ষে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক ক্ষুদ্র ঋণ প্রদানকারী এনজিও’র প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় কেকেএস’র নির্বাহী পরিচালক ফকীর আব্দুল জব্বার, এনজিও রাসের নির্বাহী পরিচালক ও জেলা এনজিও ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান লাবু, টিএমএসএস এর রিজিওনাল ম্যানেজার মোঃ আবু বক্কার সিদ্দিক, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর প্রনব কুমার রায়, ওয়েব ফাউন্ডেশন ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর এস এম শরীফুল ইসলাম, রাজবাড়ী স্বনির্ভর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ রফিকুল ইসলাম, এসডিএস এর সহ-সমন্বয়ক পরিমল সাহা প্রমুখ বক্তব্য রাখেন।
ফরিদপুর ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মোঃ আশিক সিদ্দিকীর সঞ্চালনায় এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, এনডিসি নাহিদ আহমেদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ দস্তগীর হুসাইন, আশার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আব্দুল আলীম মিয়া, সাজেদা ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম, জাগরণী চক্র ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার সুলতান মাহমুদ, রিক এর শাখা ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম, এসএসএস এর শাখা ব্যবস্থাপক জিএম ফয়সাল, উদ্দীপন এর শাখা ব্যবস্থাপক আমেনা সুলতানা, সিদীপ এর ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সেলিম আহমেদ, ভিপিকেএ এর সহকারী পরিচালক মোঃ ফারুক শেখসহ জেলার বিভিন্ন এনজিও’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক পাওয়ারপয়েন্ট উপস্থাপন করেন ফরিদপুর ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মোঃ আশিক সিদ্দিকী।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দক্ষ শ্রমিক দেশের সম্পদ। বেকার যুবকদের দক্ষতা অর্জনে সরকার বিভিন্ন প্রশিক্ষণ সেন্টার চালু করেছে। বিদেশ ফেরত নারী পুরুষদের আর্থিক ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সরকারীভাবে পুনরায় বিদেশে গমনসহ সরকার বিভিন্ন বিষয়ে সহযোগিতা দিয়ে আসছে। পাশাপাশি কেউ যাতে দালালচক্রের মাধ্যমে বিদেশে গিয়ে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে পরামর্শ সর্তক থাকার আহবান জানান জেলা প্রশাসক।