রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৬শে নভেম্বর সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে কালেক্টরেটের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বক্তব্য রাখেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) ও জেলা টাস্কফোর্স কমিটির আহ্বায়ক মোঃ তারিফ-উল-হাসান বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ছমির উদ্দিন, এনজিও রাসের নির্বাহী পরিচালক ও জেলা এনজিও ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান লাবু, রাজবাড়ী ক্যাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং জেলা ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আব্দুর রউফ হিটু প্রমুখ বক্তব্য রাখেন।
সেমিনারে স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
এ সময় ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক এস.এম হাফিজুর রহমান, জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাঈম আহম্মেদ, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর প্রণব কুমার রায়, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আসিফুর রহমান ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মোঃ হোসেন শহীদ সরোওয়ার্দীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, শুধু আইন করে ভোক্তাদের অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। এ বিষয়ে ব্যবসায়ীদের মানবিক ও নীতি নৈতিকতা সম্পন্ন হতে হবে। শুধু অতিরিক্ত লাভ করলে হবে না। পণ্যের গুনগত মানও ঠিক রাখতে হবে। সেই সাথে ক্রেতাদেরও সচেতন হতে হবে। শুধু আইন দিয়ে সিন্ডিকেটদের প্রতিহত করা যাবে না, সামাজিক ভাবেও তাদের প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, মোবাইল কোর্ট গিয়ে ব্যবসায়ীদের জরিমানা করলো, জরিমানা করার পর আবার তারা একই কাজ করলো। তাহলে এর কোন পরিবর্তন হবে না। যদি তার ভিতর থেকে পরিবর্তন টা না আসে। আমি আশা করবো যার যার অবস্থান থেকে আপনারা যারা বাজার ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট আছেন তারা দায়িত্ব পালন করবেন। আমাদের বাজার নিয়ন্ত্রণের জন্য বিশেষ টাস্কফোর্স কমিটি গঠন করা আছে। আপনারা তাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন।