ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪
রাজবাড়ী জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-২৬ ১৪:৪৯:৩৭

রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে গতকাল ২৬শে নভেম্বর সকালে পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপারের কাছে পুলিশ সদস্যরা ব্যক্তি ও সমষ্টিগত বিভিন্ন দাবী-দাওয়া এবং সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার তাদের দাবী-দাওয়া এবং সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং পূরণ ও সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

 পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে উত্তম কাজের জন্য নগদ অর্থ পুরষ্কৃত করেন পুলিশ সুপার। 

 পুরস্কার প্রাপ্তরা হলেন- পাংশা মডেল থানা টিম, গোয়ালন্দ ঘাট থানা টিম, রাজবাড়ী সদর থানা টিম, বালিয়াকান্দি থানা টিম ও জেলা গোয়েন্দা টিম। 

এছাড়া শ্রেষ্ঠ গ্রেফতারী পরোয়ানা তামিলকারী অফিসার গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ জুয়েল মিয়া, শ্রেষ্ঠ গ্রেফতারী পরোয়ানা তামিলকারী অফিসার বালিয়াকান্দি থানার এএসআই মোঃ মিজানুর রহমানকে পুরস্কৃত করা হয়।

 সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিবারণ, নিয়ন্ত্রন এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের  নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার।

 মাসিক কল্যাণ সভা এবং অপরাধ সভায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকারসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 
দুই সন্তানের জননী বিউটিকে হত্যার দায়ে স্বামী লতিফ কাজীর মৃত্যুদন্ড
রাজবাড়ীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা
 আবুল হোসেন কলেজের এডহক কমিটির সভাপতির সাথে শিক্ষকদের মতবিনিময়
সর্বশেষ সংবাদ