রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল জেলা শাখার আহ্বায়ক কমিটি। গত ২৭শে নভেম্বর রাতে শহরের সজ্জনকান্দায় তার নিজ বাসভবনে সংবর্ধনা শেষে বাউল দলের রাজবাড়ী আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বাউলদলের আহ্বায়ক মোঃ কামরুজ্জামান আনছারী, সদস্য সচিব মোঃ জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলাউদ্দিন বয়াতী, যুগ্ম আহ্বায়ক মোঃ হারুন-উর-রশিদসহ বাউল দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন -রাজবাড়ী সংবাদ।